বাংলার খবর
অর্জুনের মৃত্যুতে দোষীদের কঠিন শাস্তির দাবি অমিত শাহর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তরবঙ্গ সফর শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতায় আসার দিনেই বিজেপি নেতার রহস্য মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুক্রবার সকালে কলকাতায় থাকা বেশ কিছু কর্মসূচি বাতিল করে দমদম বিমানবন্দর থেকেই সোজা কাশীপুরের ঘটনাস্থলে পৌঁছে যান অমিত শাহ। ঘটনায় সিবিআই তদন্তের দাবি করার পাশাপাশি প্রশাসন এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন অমিত শাহ। বাংলায় বাম জামানায় হওয়া হিংসাকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল সরকার বলে আক্রমণ করেছেন শাহ। গোটা ঘটনায় রাজ্যের থেকে কেন্দ্র রিপোর্ট তলব করেছে বলেও জানিয়েছেন তিনি। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করার দাবিও জানিয়েছেন তিনি।
কাশীপুরে যে ঘর থেকে বিজেপির যুব মোর্চার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, সেই ঘর ঘুরে দেখার পাশাপাশি নিহতের পরিবারের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর ঘটনাস্থল থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্য সরকারের তীব্র আক্রমণ করে বলেছেন, ‘তৃতীয়বার তৃণমূলের সরকার গঠনের বর্ষপূর্তির পরের দিনেই এই ঘটনা লজ্জাজনক। তৃণমূলের রাজনীতিই হচ্ছে বিরোধী দলের কর্মীদের খুঁজে খুঁজে হত্যা করা। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে তৃণমূল। এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হওয়া উচিত। দেশের কোথাও এত কম সময়ে এত সংখ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়নি আদালত। এর থেকেই বোঝা যাচ্ছে সাধারণ মানুষ ও আদালতের পুলিশের উপর আস্থা নেই।
বিজেপির নেতা অর্জুন চৌরাশিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে। গোটা বাংলার যেখানেই যান, রাজনৈতিক প্রতিশোধে হত্যা চলছে। বিরোধী নেতাদের বেছে বেছে খুন করা হচ্ছে। বিজেপি এই রাজনৈতিক হত্যার তীব্র নিন্দা করছে। অর্জুনের খুনির কড়া শাস্তি সুনিশ্চিত করব। হিংসার রাজনীতিকে ভয় পায় না বিজেপি। বাংলায় বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা হচ্ছে। রাজ্যের কাছে রিপোর্ট তলব করছি। বাম আমলের হিংসাকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল সরকার।’