নক্ষত্র পতন! প্রয়াত কর্ণ-কুন্তী সংবাদের 'কর্ণ', শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

নক্ষত্র পতন! প্রয়াত কর্ণ-কুন্তী সংবাদের ‘কর্ণ’, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন গৌরী ঘোষ। এ বার প্রয়াত হলেন তাঁর স্বামী, বিখ্যাত বাচিকশিল্পী পার্থ ঘোষও। এক সময় পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের ‘কর্ণ-কুন্তী সংবাদ’ জনপ্রিয়তা অর্জন করেছিল। সে সময় গৌরী ছিলেন কুন্তীর ভূমিকায় এবং পার্থ কর্ণের ভূমিকায়।

বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন পার্থ ঘোষ। ২০২১ সালের ২৬ অগাস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গৌরী ঘোষের। শনিবার চলে গেলেন পার্থ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পার্থ ঘোষ। গলায় অস্ত্রোপচার হয়েছিল। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।

শনিবার ভোরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রবীণ বাচিকশিল্পী। রবীন্দ্রনাথের ‘শেষ বসন্ত’ পার্থের কণ্ঠে বিশেষ সমাদৃত হয়েছিল। একই সঙ্গে জনপ্রিয় হয় রবীন্দ্রনাথেরই ‘দেবতার গ্রাস’, ‘বিদায়।’ এ ছাড়াও গৌরীর সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক ‘প্রেম’, ‘জীবন বৃত্ত’, ‘স্বর্গ থেকে নীল পাখি’ স্মরণে রাখার মতো।

Advertisement

আরও পড়ুন: কাশীপুর কাণ্ড: কমান্ড হাসপাতালে হবে বিজেপি নেতার ময়না তদন্ত

রেডিয়োয় উপস্থাপক হিসেবে আবৃত্তিকার দম্পতি পার্থ-গৌরীর পেশাজীবন শুরু। দীর্ঘ দিন তাঁরা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন।

শনিবার সকাল ৭টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বাচিকশিল্পী। পরিবার সূত্রে খবর, হাসপাতাল থেকে তাঁর দেহ দমদমের এসপি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পীমহল থেকে শুরু করে বাংলার রাজনৈতিক মহলে।

Advertisement

আরও পড়ুন: অর্জুনের মৃত্যুতে দোষীদের কঠিন শাস্তির দাবি অমিত শাহর

প্রবীণ এই বাচিক শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, ”বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে। তিনি দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপক-ঘোষক হিসাবে কাজ করেছেন। পার্থবাবু পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে তাঁকে ‘বঙ্গভূষণ’ সম্মাননা প্রদান করে। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হল আমি পার্থ ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের
আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.