বাংলার খবর
নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাঁকুড়ার গোপীনাথপুর অঞ্চলের ডিঙ্গেরবন রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণিতে পড়া এক ছাত্রীর ওপর অশ্লীল আচরণ করার অভিযোগ করেছেন ওই এলাকার গ্রামবাসীরা। এই ঘটনা নিয়ে উত্তাল অবস্থা ডিঙ্গেরবন রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনাস্থলে কোতুলপুর থানার বিরাট পুলিশ বাহিনী।
স্থানীয়দের দাবি, মঙ্গলবার ডিঙ্গেরবন রঘুনাথপুর প্রাথমিক স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলের জন্য বরাদ্দ চাল বিতরণ করা হচ্ছিল। অন্যান্যদের সঙ্গে মিড-ডে মিলের বরাদ্দ চাল আনতে যায় স্থানীয় কাঞ্চননগর গ্রামের তৃতীয় শ্রেণির এক ছাত্রীও। অভিযোগ, চাল দেওয়ার পর অন্যান্য ছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলেও ওই ছাত্রীকে স্কুলে আটকে রাখেন স্কুলের শিক্ষক মুরারী মোহন মন্ডল। স্কুলে আটকে রেখে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের।
ওই ছাত্রী বাড়ি ফিরে গিয়ে কান্নাকাটি করে বিষয়টি পরিবারকে জানায়। এরপরই আজ ওই শিক্ষক ফের স্কুলে গেলে তাঁর উপর চড়াও হন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শিক্ষককে স্কুলে আটকে রেখে চলে ব্যাপক মারধর। ভাঙচুর করা হয় তাঁর বাইকটিও। পরে বিশাল পুলিসবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষককে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।