বাংলার খবর
প্রজননের সময়, বন্ধ ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বর্ষাকাল বন্যপশুপ্রাণীদের প্রজনন কাল। তাই বুধবার থেকে আগামী ৩ মাস বন্ধ ডুয়ার্সের পর্যটন কেন্দ্র। পাশাপাশি বিভিন্ন পর্যটন আবাস ও কেন্দ্রগুলিও বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বনদফতরের পক্ষ থেকে।
ইতিমধ্যেই রাজ্যে এসে গিয়েছে বর্ষা। উত্তরবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। এই সময় প্রজননকালীন সময়, তাই ১৫ জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে জঙ্গল। পরিবেশ রক্ষার ক্ষেত্রে জীববৈচিত্র্য রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর বর্ষাকাল হল অরণ্যের উদ্ভিদ ও প্রাণীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
এদিকে পাখির ৯৫ শতাংশেরই প্রজননের সময় হল বর্ষাকাল। স্বভাবতই এই সময়টিই তাদের সদ্যোজাতকে লালনপালন করার সময়ও বটে। তাই এই ৩ মাস ডুয়ার্সের গোরুমারা জাতীয় উদ্যান, নেওড়াভ্যালি, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা সহ সমস্ত সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় অভয়ারণ্য বন্ধ করে দেওয়া হল পর্যটকদের উদ্দেশ্যে।
অন্যদিকে, হাতি, বাইসন, গণ্ডার ও ময়ূর দেখার সুযোগ উপভোগ করতে না পারায় খানিকটা মন ভার পর্যটকদের। এদিকে, তিনমাস ব্যবসা বন্ধ থাকার কারণে সংসারে টান পড়েছে ব্যবসায়ীদের। তবে এই সময় খোলা থাকবে কালিকাপুর জঙ্গল ক্যাম্প, ইকো ট্যুরিজম ক্যাম্প, পান ঝোরা জঙ্গল ক্যাম্প।