বাংলার খবর
মেয়ে কাঁদছিল, তাই ৯ মাসের সন্তানকে গলা টিপে খুন করলেন মা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মেয়ে কাঁদছিল। তাই ৯ মাসের সন্তানকে গলাটিপে খুন করলেন মা! সেই ঘটনা গোপন রাখতে মৃত সন্তানকে খড়ের গাদায় লুকিয়েও রাখলেন ওই মহিলা। নিশংস এবং চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের দিওড় এলাকায়। মঙ্গলবার রাতেই অভিযুক্ত মাকে গ্রেফতার করার পাশাপাশি মৃত সদ্যজাতর দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলার নাম বর্ণা শীল। মঙ্গলবার রাতেই শ্বশুরবাড়িতে তিনি তাঁর ৯ মাসের কন্যা তৃষা শীলকে গলা টিপে খুন করেন। স্বামী রামকৃষ্ণ শীল ও শ্বশুরবাড়ির লোকজনদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে। মহিলার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরেই তাঁকে বালুরঘাট জেলা আদালতে পেশ করা হয়। অভিযুক্ত ওই মহিলার মানসিক অবস্থা খতিয়ে দেখার পাশাপাশি কী কারণে তিনি এই নৃশংস কাজটি করলেন, তাও তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ণার স্বামী রামকৃষ্ণ শীল পেশায় গাড়ির চালক। কাজের জন্য তিনি ও তাঁর পরিবারের কেউ মঙ্গলবার দুপুর থেকেই বাড়িতে ছিলেন না। মেয়েকে নিয়ে বাড়িতে একাই ছিলেন বর্ণা। মেয়ে কান্নাকাটি করায় তাকে গলা টিপে খুন করেন বর্ণা। শুধু তাই নয়, ঘটনাটি ধামাচাপা দিতে মৃত সন্তানকে খড়ের গাদায় লুকিয়েও রেখেছিলেন তিনি। ঘটনার কিছুক্ষণ পর তাঁরা বাড়িতে ফিরে খড়ের গাদা থেকে সদ্যজাত সন্তানের নিথর দেহ উদ্ধার করেন বলে অভিযোগ রামকৃষ্ণর।
ঘটনাটি জানাজানি হতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারাই খবর দেয় কুমারগঞ্জ থানায়। তারপরই পুলিশ এসে বর্ণাকে গ্রেফতার করে। গোটা ঘটনায় সন্তানহারা পিতা রামকৃষ্ণর পাশাপাশি প্রতিবেশীরাও হতবাক। বিহ্বল হয়ে পড়েছেন সকলেই। প্রতিবেশীদের দাবি, বর্ণা মানসিকভাবে সুস্থ ছিলেন না। গত কয়েকদিন ধরেই বর্ণার মানসিক সমস্যা বেড়েছিল বলেও দাবি করেছেন তাঁর স্বামী রামকৃষ্ণ। তাইবলে এইভাবে নিজের সদ্যজাত সন্তানকে গলা টিপে খুন করবেন বর্ণা, তা এখনও কল্পনাই করতে পারছেন না সদ্য সন্তানহারা বাবা।