খেলা-ধূলা
ভারতীয় দলে ঘনঘন অধিনায়ক বদল, মুখ খুললেন সৌরভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিরাট কোহলি ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর থেকে অধিনায়কের পদ নিয়ে যেন মিউজিক্যাল চেয়ার চলছে। প্রত্যেকটি সিরিজে আলাদা আলাদা অধিনায়ককে দেখা গিয়েছে। রাহুল দ্রাবিড় কোচ হিসেবে ভারতের দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত ছ’জন অধিনায়ক দেখে নিয়েছেন। বিরাট দায়িত্ব ছাড়ার পর পূর্ণ সময়ের অধিনায়ক রোহিত শর্মা থাকলেও ভারতীয় দলকে এই কয়েক দিনে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে কেএল রাহুল, ঋষভ পন্থকে। হার্দিক পান্ডিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্টে অধিনায়কত্ব করেছেন জসপ্রীত বুমরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে আবার অধিনায়কত্ব করবেন শিখর ধাওয়ান। অতএব এই কদিনে সাত জন অধিনায়ককে দেখা যাবে।
ভারতীয় দলে এই ঘনঘন অধিনায়ক পরিবর্তন নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের অন্যতম সেরা অধিনায়ক নিজেও এই ঘন ঘন অধিনায়ক পরিবর্তন নিয়ে যথেষ্ট বিরক্ত। সৌরভ বলেছেন, ‘এই অল্প সময়ের মধ্যে সাত জন অধিনায়ক বদল দলের জন্য মোটেও ভালো নয়। এটা আমার স্বীকার করতে কোনও অসুবিধা নেই। কিন্তু পরিস্থিতির কারণে এত ঘন ঘন অধিনায়ক বদল করতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে চোট পাওয়ায় অধিনায়কত্ব করতে পারেনি রোহিত। রাহুল অধিনায়কত্ব করেছিল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে অধিনায়কত্ব করার কথা ছিল রাহুলের। কিন্তু ও আবার চোট পেল। ইংল্যান্ডে রোহিত প্রস্তুতি ম্যাচে খেলল। কিন্তু তারপরই ও করোনায় আক্রান্ত হল। তাই এই পরিস্থিতির জন্য কেউই দোষী নয়। ঠাসা ক্রীড়া সূচির কারণে খেলোয়াড়দের বিশ্রাম তো দিতেই হবে। সকলকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হচ্ছে। তার সঙ্গে তো চোট-আঘাতের সমস্যা রয়েছেই। তাই খেলোয়াড়দের চাপের বিষয়টা তো আমাদের দেখতেই হবে। প্রতি সিরিজে রাহুল দ্রাবিড়দের পরিস্থিতিটাও দেখতে হবে। এই সমস্ত অপ্রত্যাশিত পরিস্থিতির জন্যই আমাদের প্রত্যেক সিরিজে আলাদা আলাদা অধিনায়ক করতে হচ্ছে।’
তাঁর আমলেই আইপিএলে রেকর্ড ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায় মিডিয়া স্বত্ত্ব বিক্রি নিয়ে জিজ্ঞাসা করা হলে সৌরভ বলেছেন, ‘দেশের প্রতিভাবান ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার একটা মঞ্চ দিয়েছে আইপিএল। আমাদের দেশে কী পরিমাণে প্রতিভা রয়েছে, তা আইপিএল দেখিয়ে দিয়েছে। এখন তিন ফরম্যাটেই আমাদের হাতে প্রচুর বিকল্প খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে যে কেউ যেকোনো পরিস্থিতিতে খেলে দিতে প্রস্তুত। তাই কোনও প্লেয়ার খেলতে না পারলে, তার অভাব পূরণ করার মতো যথেষ্ট খেলোয়াড় আমাদের দলে রয়েছে।’