সিঙ্গাপুরে সিন্ধুর জয় অব্যাহত, চিনের দেওয়াল টপকে পৌঁছলেন শেষ চারে
Connect with us

খেলা-ধূলা

সিঙ্গাপুরে সিন্ধুর জয় অব্যাহত, চিনের দেওয়াল টপকে পৌঁছলেন শেষ চারে

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সিঙ্গাপুরে সিন্ধুর জয়যাত্রা অব্যাহত। চলতি সিঙ্গাপুর ওপেনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন দেশের এক নম্বর মহিলা শাটলার। শুক্রবার কোয়ার্টার ফাইনালে চিনা প্রতিপক্ষ হ্যান ইউয়ের কড়া চ্যালেঞ্জ কে উপেক্ষা করেই শেষ চারের টিকিট নিশ্চিত করে নিলেন অলিম্পিক্সে জোড়া পদক জয়ী হায়দরাবাদী শাটলার।

এই মুহূর্তে বিশ্বক্রম তালিকায় ৭ নম্বরে থাকা পিভি সিন্ধু গত ম্যাচেও প্রথম গেমে হেরে জয় তুলে নিয়েছিলেন। এদিন চিনা প্রতিপক্ষের বিরুদ্ধেও তারই অ্যাকশন রিপ্লে দেখা গেল। শুক্রবার প্রথম গেমে হেরেও জয় তুলে নিলেন সিন্ধু। এক ঘণ্টা ২ মিনিটের ম্যাচের ফলাফল ১৭-২১, ২১-১১, ২১-১৯।

এদিন ম্যাচের শুরুতে সিন্ধু ও হ্যান ইউ- কেউই নিজেদের স্বাভাবিক ছন্দে ছিলেন না। তবে প্রথম গেমের প্রায় বেশিরভাগটাতেই দাপট ছিল চিনা শাটলারের। বিশ্বের ১৯ নম্বর হ্যান তিনটি গেম পয়েন্ট নষ্ট হতে দেননি ঠিকই কিন্তু ভাগ্যও তাঁকে কিছুটা সাথ দিয়েছিল। তাঁর ব্যাকহ্যান্ডে শাটেল নেটে লেগে কোনওক্রমে সিন্ধুর কোর্টে গিয়ে পড়ে। সিন্ধুর কাছে কোনও সুযোগই ছিল তা বাঁচানোর। ফলে প্রথম গেম ২১-১৭ ব্যবধানে জিতে নেনে হ্যান ইউ।

Advertisement

কিন্তু সিন্ধুর ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি। দ্বিতীয় গেম থেকেই চেনা ছন্দে ফেরেন ভারতীয় শাটলার। তাঁর আক্রমণাত্মক রিটার্ন এবং অসাধারণ নেট-প্লে কার্যত অসহায় বানিয়ে দেয় হ্যান ইউকে। দাপটের সঙ্গেই ২১-১১ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান সিন্ধু।

তবে তৃতীয় গেমে লড়াই হল হাড্ডাহাড্ডি। তৃতীয় গেমের শুরুতে একটা সময় ৫-৫ থাকলেও ক্রমশ গেমের দখল নিতে থাকেন হ্যান। একটা সময় সিন্ধু ৮-১১ এবং পরে ৯-১৪ তে পিছিয়ে পড়েছিলেন। কিন্তু সেরা খেলোয়াড়রা সব সময়ই আসল সময়ে জ্বলে উঠতে জানেন। সিন্ধুও সেটাই করলেন। সেখান থেকে টানা ৭ পয়েন্ট জিতে ১৬-১৪ তে এগিয়ে যান ভারতীয় শাটলার। কিন্তু তারপরও লড়াই হয়েছে তুল্যমূল্য। একটা সময় ১৯-১৯ করে ফেলেছিলেন হ্যান। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। পরপর ২ পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে নেন সিন্ধু।

হ্যানের বিরুদ্ধে অপরাজিত গেলেন সিন্ধু। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে তিন সাক্ষাতে তিনটিতেই জিতলেন টুর্নামেন্টে তৃতীয় বাছাই ভারতীয় শাটলার। গত মে মাসে থাইল্যান্ড ওপেনের পর আবার কোনও টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন সিন্ধু। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের আগে এটাই শেষ টুর্নামেন্ট। তাই সিঙ্গাপুরে খেতাব জিতলে কমনওয়েলথ গেমসের আগে সিন্ধুর আত্মবিশ্বাস যে অনেকটাই বাড়িয়ে দেবে, তাতে কোনও সন্দেহ নেই। সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের সাইনা কাওয়াকামি। অপরদিকে, শুক্রবারই সিঙ্গাপুরে কোয়ার্টার ফাইনালে নামছেন ভারতের আরও দুই তারকা শাটলার সাইনা নেওয়াল ও এইচএস প্রণয়।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.