Viral Video: কাঁচা বাদাম গানে নেটপাড়া মাতাচ্ছেন পিভি সিন্ধু
Connect with us

খেলা-ধূলা

Viral Video: কাঁচা বাদাম গানে নেটপাড়া মাতাচ্ছেন পিভি সিন্ধু

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বি-টাউন হোক কিংবা বাইশ গজ! ইন্টারনেট দুনিয়ায় বেশকিছুদিন ধরে টপ ট্রেন্ডিং-এ রয়েছে বীরভূমের ভুবন বাদ্যকরের জনপ্রিয় গান ‘কাঁচা বাদাম’। নেটিজেন থেকে শুরু করে টলি-বলি হোক কিংবা কেন্দ্রীয় মন্ত্রী, ভুবন বাদ্যকরের গাওয়া এই গানে ঠোঁট মেলাননি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ দুষ্কর। এবার এই ভুবন বাদ্যকরের গানে কোমর দোলাতে দেখা গেল টেনিস দুনিয়ার তারকা পিভি সিন্ধুকে (PV Sindhu)।

খেলার দুনিয়ার তারকারা তো বটেই, এখন গোটা দেশের মানুষের মুখে মুখে ঘুরছে দক্ষিণী ছবি ‘পুষ্পার’ সংলাপ। শুধু তাই নয়, দক্ষিণী তারকা আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার এই গানের নাচ সাড়া ফেলে দিয়েছে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্কজাতিক মঞ্চেও। খেলার দুনিয়ায় বিরাট কোহলি থেকে শুরু করে রবীন্দ্র জাদেজার মতো ২২ গজের তারকাদেরও মাঠের মধ্যেই পুষ্পার সংলাপ বলতে দেখা গিয়েছে। তবে একটু অন্য পথেই হাঁটলেন অলিম্পিক্সে পদক জয়ী দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু।

View this post on Instagram

Advertisement

A post shared by Sindhu Pv (@pvsindhu1)

এবার ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম গানে মজলেন সিন্ধু। কাঁচা বাদামের তালে নাচতে দেখা গেল হায়দরাবাদী শাটলারকে। বাড়ির বাগানে হলুদ রঙের পোশাক পরে গানটি গাইতে গাইতে কোমর দোলাতে দেখা গেল এই ব্যাডমিন্টন তারকাকে। নাচের সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। টলিউড, বলিউডের তারকাদের এই গানের তালে নাচতে দেখা গেলেও এই প্রথম বার খেলার দুনিয়ার কোনও তারকাকে কাঁচা বাদাম গানের সঙ্গে নাচতে দেখা গেল।

আরও পড়ুন: ফের স্বমহিমায় ভুবন বাদ্যকর, হাসপাতাল থেকে ফিরেই বাঁধলেন নতুন গান

Advertisement

আর যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটিজেনদের কাছে। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার ওয়ালজুড়ে বইতে থাকে লাইক-কমেন্ট আর শেয়ারের বন্যা। তাহলে কী ভাবছেন? আপনিও একবার ভুবন বাদ্যকরের এই গানের তালে কোমর দোলাবেন নাকি!