সিন্ধু পারলেও সিঙ্গাপুর থেকে বিদায় সাইনার
Connect with us

খেলা-ধূলা

সিন্ধু পারলেও সিঙ্গাপুর থেকে বিদায় সাইনার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অলিম্পিক্সে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু পারলেও ব্যর্থ হলেন সাইনা নেওয়াল। চলতি সিঙ্গাপুর ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সাইনা। যদিও তার কিছুক্ষণ আগেই চিনা প্রতিপক্ষ হ্যান ইউকে হারিয়ে সেমিফাইনালে টিকিট নিশ্চিত করেছেন সিন্ধু।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে জাপানি প্রতিপক্ষ আয়া ওহরির কাছে লড়াই করেই হার মানলেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় শাটলার সাইনা নেওয়াল। ম্যাচের ফলাফল ১৩-২১, ২১-১৫, ২০-২১। ৩২ বছরের এই ভারতীয় শাটলার দু-দুবার ম্যাচ পয়েন্ট মিস করে প্রতিপক্ষকে ম্যাচ উপহার দিয়ে এলেন।

অভিজ্ঞ ভারতীয় শাটলার সাইনা চোটের কারণে দীর্ঘ কঠিন সময় কাটিয়েছেন। তারপর ফর্মে ফেরার লড়াই করেছেন। শুক্রবার প্রথম গেমে শুরুটা ভালো করলেও

Advertisement

শেষ পর্যন্ত ১৩-২১ গেমে হেরে যান সাইনা। ভারতীয় শাটলারের মন্থর গতিকে কাজে লাগিয়ে প্রথম গেম জিতে নেন ওহরি। তবে দ্বিতীয় গেমে ছন্দে ফিরেছিলেন সানিয়া। শুরুতেই পাঁচ পয়েন্টের লিড নিয়ে নেন। এবং দাপট বজায় রেখেই ১১-৭ এগিয়ে যান। সেই লিড ধরে রেখে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে ২১-১৫ ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান সাইনা।
সেই মোমেন্টাম ধরে রেখেই তৃতীয় গেম শুরু করেছিলেন সাইনা। আক্রমণাত্মক খেলেই বেশ কিছু পয়েন্টও তুলে নেন। তবে তার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয় তাঁকে। বেশ কয়েকটি দীর্ঘ রেলি করে পয়েন্ট আদায় করতে হয় তাঁকে। ব্রেকে যাওয়ার আগে ১১-৭ লিড নিয়ে নিয়েছিলেন।

তবে হাল ছাড়ার পাত্রী ছিলেন না ওহরিও। কিন্তু কিছু অসাধারণ স্ট্রোক প্লে করে দুরন্ত কামব্যাক করেন জাপানি শাটলার। তারপরই জমে ওঠে লড়াই। একটা সময় গেমের ফলাফল ছিল ২০-২০। কিন্তু জোড়া ম্যাচ পয়েন্ট মিস করে নিজের বিদায় নিজেই নিশ্চিত করে ফেলেন সাইনা।

Advertisement
Continue Reading
Advertisement