খেলা-ধূলা
পি.ভি সিন্ধুর মুকুটে জুড়ল নতুন পালক, সিঙ্গাপুর ওপেন জিতলেন সিন্ধু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের ইতিহাস গড়লেন ভারতের ব্যাডমিন্টন তারকা পি.ভি সিন্ধু। প্রত্যাশা ছিলই, রবিবার সকালে পূরণ হল পি.ভি সিন্ধুর বছরের চতুর্থ খেতাব। ২১-৯. ১১-২১, ২১-১৫ ব্যবধানে সিঙ্গাপুর ওপেন ফাইনাল জিতলেন তিনি। হারালেন চিনের ওয়াং ঝি ই (Wang Zhi Yi)-কে। তিনি হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা শাটলার ও তৃতীয় ভারতীয় শাটলার যিনি সিঙ্গাপুর ওপেন জিতলেন। তাঁর আগে এটি জিতেছিলেন সাইনা নেহওয়াল (২০১০) ও বি সাই প্রণীত (২০১৭)।
চলতি বছরে এটা সিন্ধুর প্রথম সুপার ৫০০ খেতাব। তিনি চলতি বছর সৈয়দ মোদী আন্তর্জাতিক ও সুইস ওপেন খেতাব জিতেছেন। তবে দুটোই ছিল সুপার ৩০০। এটি ছিল কেরিয়ারের ১৮ তম খেতাব। কমনওয়েলথ গেমসের আগে এই পদক জয় সিন্ধুকে মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে রাখবে।
এদিকে শনিবার বিশ্বের ৩৮ নম্বর জাপানি শাটলারকে ২১-১৫, ২১-৭ গেমে হারান সিন্ধু। চলতি বছরেই সৈয়দ মোদি এবং সুইস ওপেনের খেতাব জিতেছেন সিন্ধু। এই বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন। এবার তাঁর সামনে ব্যাডমিন্টনের অন্যতম কুলিন টুর্নামেন্ট সিঙ্গাপুর ওপেন খেতাব জয়ের সুযোগ।
আরও পড়ুন: সিঙ্গাপুর ওপেনে ডবলসেও হতাশ করল ধ্রুব-অর্জুন জুটি
এই বছরের প্রথম সুপার ৫০০ খেতাব জয়ের থেকে আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রয়েছেন ২৭ বছরের ভারতীয় শাটলার। রবিবার ফাইনালে সিন্ধুর মুখোমুখি হবেন জাপানের আয়া ওহরি এবং চিনের ওয়াংঝেই উইয়ের মধ্যে বিজয়ী।
উল্লেখ্য, অতীতে দুই সাক্ষাতে কাওয়াকামিকে দুবারই হারিয়েছিলেন সিন্ধু। তাই শনিবার ফেভারিট হিসেবেই কোর্টে নেমে ছিলেন ভারতীয় শাটলার। এদিন শুরু থেকেই ম্যাচের লাগাম নিজের হাতে তুলে নেন সিন্ধু।
আরও পড়ুন: দাপট দেখিয়েই সিঙ্গাপুর ওপেনের ফাইনালে সিন্ধু, দাঁড়াতেই পারলেন না জাপানি প্রতিপক্ষ
সিন্ধুর স্ম্যাশ, রিটার্ন সামলাতে রীতিমতো নাজেহাল অবস্থা হয় কাওয়াকামির। প্রতিপক্ষের চাপের মুখে অসংখ্য ভুল করে বসেন তিনি। ফলে শনিবারের এই সেমিফাইনাল ম্যাচটি অনেকটাই এক তরফা হয়ে গিয়েছিল। মাত্র ৩২ মিনিটেই ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন সিন্ধু।