দেশের খবর
পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা লক্ষাধিক টাকার শাল কাঠ উদ্ধার ঝাড়গ্রামে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বনদফতরের জায়গা থেকে শাল গাছ কেটে পাচারের উদ্দেশ্য লুকিয়ে রাখা হয়েছিল। সেই কাটা গাছ উদ্ধর করল বনদফতর। এই ঘটনায় ক্ষোভ বাড়ছে বনদফতরের বিরুদ্ধে। শনিবার ঝাড়গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের নৃপেনপল্লি এলাকার ঘটনা।
ওই এলাকায় এক জুনিয়র হাই স্কুলের পিছনে ঝোপে লুকানো ছিল একটি কাটা শাল গাছ। যার মূল্য লক্ষাধিক টাকা বলে জানিয়েছে বনদফতর। স্থানীয় সূত্রে খবর পেয়ে সংবাদ মাধ্যমের প্রতিনধিরা ঘটনাস্থলে যান। তাঁরাই বনদফতরে খবর দেন। এরপর ঝাড়গ্রাম বনদফতরের পক্ষ থেকে লোকজন পাঠিয়ে উদ্ধার করা হয় শাল গাছটি। এদিকে এই ঘটনায় স্থানীয় মানুষজন ক্ষোভ উগরে দিয়েছেন বনদফতরের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, জঙ্গলের উপর নজরদারি না থাকার জন্য দুষ্কৃতীরা রাতের অন্ধকারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। জঙ্গল ফাঁকা হওয়ার জন্য হাতি লোকালয়ের কাছাকাছি চলে আসছে। কুড়মি নেতা আশোক মাহাত জানিয়েছেন, লোধা সম্প্রদায়ের মানুষজন জঙ্গল থেকে শুকনো ডালপালা সংগ্রহ করলে বনদফতর কেস দিচ্ছে। অথচ জঙ্গল সাফ হচ্ছে হুঁশ নেই বনদফতরের।’