অসুরের গলায় জ্যান্ত পাইথন! ময়নাগুড়িতে আতঙ্ক
Connect with us

বাংলার খবর

অসুরের গলায় জ্যান্ত পাইথন! ময়নাগুড়িতে আতঙ্ক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাতসকালেই জলপাইগুড়ির ময়নাগুড়িতে হুলুস্থুল কান্ড। অসুরের গলায় জ্যান্ত সাপ! ময়নাগুড়ির ১২ নম্বর ওয়ার্ডের সুধীর পালের প্রতিমা গড়ার ঘরে ঢুকে পড়ে একটি অজগর সাপ। সেই সাপ অসুরের গলা পেঁচিয়ে ছিল। প্রতিদিনের মতো বুধবার সুধীরবাবু প্রতিমার কাজ করতে গেলেই তাঁর চক্ষু চড়কগাছ হয়ে যায়। তিনি দেখেন, বিচুলির কাঠামোয় অসুরের গলায় পেঁচিয়ে রয়েছে একটি অজগর সাপের বাচ্ছা।

যা দেখেই তিনি চেঁচামেচি শুরু করে দেন। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের মানুষেরা। খবর দেওয়া হয় পুলিশ এবং বনবিভাগকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। তাঁরাই সাপটিকে উদ্ধার করে বোতলবন্দী করেন।

জানা গিয়েছে, সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেছেন, ‘এটি একটি বার্মিজ প্রজাতির পাইথন। এর দৈর্ঘ্য প্রায় ২ ফুট। সাপটিকে উদ্ধার করে আমরা রমশাই মোবাইল স্কয়ার্ডের হাতে তুলে দিয়েছি।’ তাদের ধারণা উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতেই আশ্রয় হারিয়ে সাপটি ঠাকুরের খড়ের কাঠামত এসে আশ্রয় নিয়েছিল। সাপের খবর ছড়িয়ে পড়তেই প্রচুর মানুষ সাপ দেখতে ভিড় জমান এলাকায়। তবে সাপটি ছোট হওয়ায় আতঙ্কের কিছু নেই বলেই জানিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা।

Advertisement