যানেতেই ''জট'' রায়গঞ্জে, অতিষ্ঠ নিত্যযাত্রীরা
Connect with us

বাংলার খবর

যানেতেই ”জট” রায়গঞ্জে, অতিষ্ঠ নিত্যযাত্রীরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সকাল সন্ধ্যা যানজটে জেরবার রায়গঞ্জ শহরের মানুষ। শহরের প্রধান সড়কের উপর দিয়ে ঘন ঘন ট্রেন পারাপার, লাগামহীন ভাবে অটো-টোটোর যাতায়াত ও রাস্তার সংকীর্নতার জেরে দিনকে দিন এই সমস্যা বেড়েই চলেছে।

দীর্ঘক্ষন পথে আটকে পরে তীব্র ভোগান্তির শিকার সাধারণ মানুষ। কবে মিলবে এর থেকে রেহাই? উত্তর জানা নেই কারও। যানজট যন্ত্রনা! এ যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ শহরবাসীর কাছে। দীর্ঘদিন থেকে চলা এই সমস্যা এখন ভয়াবহ আকার ধারন করেছে। শিলিগুড়ি মোড় থেকে ঘড়ি মোড়, বিদ্রোহী মোড় হয়ে কসবা পর্যন্ত রায়গঞ্জ শহরের প্রধান সড়কটি বিস্তৃত। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে এই রাস্তায়।

জানা গিয়েছে, এই প্রধান সড়কের ধারেই রয়েছে বেসরকারি বাসস্ট্যান্ড ও রেলস্টেশন। মাঝে সড়কটিকে ২ ভাগে বিভক্ত করেছে লেভেল ক্রসিং। প্রতিদিন প্রায় ১৫ বারেরও বেশি ওঠানামা করে রেলগেট। শহরে বেড়েছে জনসংখ্যা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনও। তাতে সংযোজন ঘটেছে লাগামহীন টোটোর বাড়বাড়ন্ত। কিন্তু এসবের মাঝেই রাস্তা সংকীর্নই রয়ে গিয়েছে। ফুটপাত তৈরি হলেও তা বিশবাঁও জলে।

Advertisement

আরও পড়ুন: আর্থিক সমস্যাকে দূরে রেখে প্রথম মহিলা সাইক্লিস্টের খেতাব জয় সবিতার

অফিস টাইমে যা ভয়াবহ আকার ধারন করে। প্রখর রোদে এই যানজটে আটকে তীব্র নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। দীর্ঘক্ষন আটকে থেকে গন্তব্যস্থলে পৌঁছতে হচ্ছে দেরীতে। সবচেয়ে বেশী সমস্যায় পড়তে হয় রোগীবহনকারি অ্যাম্বুলেন্স গুলিকে। সুষ্ঠ পরিকাঠামোর অভাবের দরুন এই অবস্থা তৈরি হয়েছে বলে দাবি ভুক্তভোগী মানুষদের। তাই অবিলম্বে এই যন্ত্রণা থেকে রেহাই পেতে চাইছেন সাধারন মানুষজন।

আরও পড়ুন: মেয়র-মন্ত্রীর সই জাল করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার দুই

Advertisement

একইভাবে এই সমস্যার কথা স্বীকার করেছে উত্তর দিনাজপুর বাস-মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক প্লাবন প্রামানিক জানান, উপযুক্ত পরিকাঠামোর অভাবে পদে পদে বেগ পেতে হচ্ছে পরিবহন কর্মীদের। মাঝে মাঝে রেলগেট পরে যাওয়ায় সময়মত গাড়ি বের করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি তাঁর। তাই অবিলম্বে বাসস্ট্যান্ড স্থানান্তর এবং লাগামহীন ভাবে চলাচলকারি টোটো-অটোর নিয়ন্ত্রনের দাবি জানিয়েছেন তিনি।