মেয়র-মন্ত্রীর সই জাল করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার দুই
Connect with us

বাংলার খবর

মেয়র-মন্ত্রীর সই জাল করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! গ্রেফতার দুই

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শহরে আবারও প্রতারণার অভিযোগ। মন্ত্রীদের সই জাল করে তাঁদের আত্মসহায়ক পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। গত রবিবার রাতে টালিগঞ্জ থেকে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই মহিলার নাম মৌ গুহ। এছাড়াও এই ঘটনায় নিমাই নস্কর নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রতারণার ঘটনায় তাঁর কী ভূমিকা রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ওই মহিলার কাছ থেকে মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নামে তৈরি জাল লেটারহেড-সহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত হয়েছে। নথিতে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের জাল সই-ও মিলেছে।

জানা গিয়েছে, দ্রুত ওই মহিলা নিজেকে দক্ষিণ কলকাতার এক বিধায়কের আপ্তসহায়ক এবং মেয়র ফিরহাদ হাকিম এবং অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে তাঁদের সুপারিশে সহজেই ব্যাঙ্কের লোন পাইয়ে দেওয়ার, সরকারি হাউজিং প্রকল্পে ফ্ল্যাটের ব্যবস্থাও করে দেওয়া প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়েছেন। ধৃত ওই মহিলার কীর্তিকলাপের কথা শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন খোদ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। গোটা বিষয়টা জানার পর তিনি বলেছেন, ‘এই বিষয়টা নিয়ে পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। তারা সবকিছু যাচাই করে আমাকে জানিয়েছেন যে ওটা আমার সই নয়। আমার সই জাল করে প্রতারণা চলছিল। এইভাবে কখনও কোনও জায়গা থেকেই ঋণ পাওয়া যায় না। এই ব্যাপারে সাধারণ মানুষকে আমি আরও সতর্ক হতে বলব।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাসবিহারীতে এক ভাড়া বাড়িতে থাকা প্রৌঢ়া জ্যোতিষী দীপালি মিত্রকে ধৃত মৌ গুহ নামে ওই মহিলা নিজেকে রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের আপ্তসহায়ক বলে পরিচয় দিয়ে সহজেই সরকারি আবাসনে ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন। তার বদলে তিনি ওই জ্যোতিষীর কাছ থেকে বিধায়কের নাম করে সোনার চেন নিয়েছেন। আবার অরুণাভ মিত্র নামে এক প্রৌঢ়কে ৫০ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা করে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন মৌ। এমনকি ওই প্রৌঢ়কে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের লেটারহেড ও জাল সই দেখানো হয়। ওই প্রৌঢ়ের সন্দেহ হওয়ায় তিনি পুলিশকে গোটা বিষয়টি জানান। শুধু তাই নয়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা রাজ্যের এক সাংসদের কোটাতেও ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়েছেন। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ধৃত ওই মহিলা অন্তত ৮ জনের কাছ থেকে প্রতারণা করে ১২ লক্ষ টাকা হাতিয়েছেন।

Advertisement
Continue Reading
Advertisement