নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা এই সরকারি হাসপাতালে
Connect with us

বাংলার খবর

নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা এই সরকারি হাসপাতালে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সরকারি হাসপাতাল অথচ সেখানে নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা। লোডশেডিং হলেই প্রায় ব্যহত পরিষেবা। হাসপাতালের মত জরুরি প্রতিষ্ঠানে এমন বেহাল পরিকাঠামোর চিত্র উঠে এল আমাদের ক্যামেরায়।

ঘটনাস্থল রায়গঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। রায়গঞ্জ ব্লকের মহারাজা হাট এলাকায় অবস্থিত এই সরকারি হাসপাতালটি। যেখানে রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম, রামপুর, মহারাজা সহ প্রায় ১০-১২ টি গ্রামের মানুষ পরিষেবার জন্য আসেন।

সাধারন প্রসব সহ বিভিন্ন ধরনের প্রাথমিক চিকিৎসার জন্য তারা এই হাসপাতালের উপরই নির্ভরশীল। আর সেখানেই এমন অব্যবস্থা? আমরা কথা বলেছিলাম চিকিৎসাধীন রোগীর পরিজনদের সাথে, তারা রীতিমতন ক্ষোভের সুরে বললেন একদিকে অসহ্য গরম তার মধ্যে কখনও কখনও ২-৩ ঘন্টা বা সারা রাতই বিদ্যুত থাকে না। সে সময় চরম দুর্ভোগে পরতে হয় তাদের। আরও অসুস্থ হয়ে পরে চিকিৎসাধীন রোগীরা।

Advertisement

আরও পড়ুন: তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

চারিদিকে এত উন্নয়ন হলেও এই হাসপাতালে কেন একটি জেনারেটারের ব্যবস্থা হচ্ছে না তা নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। অব্যবস্থার জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে সেখানে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও।

হাসপাতালে কর্তব্যরত এক নার্স বলেন, দিনের বেলা যেমন তেমন, রাতে সমস্যা আরও তীব্র হয় গরমের পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে পরিষেবা দিতে হয়। সেক্ষেত্রে দূর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। বারবার এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সমস্যার সুরাহা হয়নি।

Advertisement

অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ আলতামাজ আলির সাথে। সমস্যার কথা স্বীকার করেছেন তিনিও। এ ব্যপারে পুনরায় উর্ধতন কর্তৃপক্ষের কাছে দরবার করার আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।

আরও পড়ুন: গরমে ঘর ঠান্ডা হবে সহজেই, মেনে চলুন এই টিপসগুলি

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গ্রাম গঞ্জের সাধারন মানুষদের স্বাস্থ্য পরিষেবায় উন্নয়নের জন্য দুহাত ভরে প্রকল্প গ্রহন করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জের মহারাজা হাটের এই সরকারি হাসপাতালের এমন বেহাল অবস্থার হাল কবে ফিরবে সেদিকেই তাকিয়ে সকলেই।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.