গরমে ঘর ঠান্ডা হবে সহজেই, মেনে চলুন এই টিপসগুলি
Connect with us

বাংলার খবর

গরমে ঘর ঠান্ডা হবে সহজেই, মেনে চলুন এই টিপসগুলি

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এই গরমে শরীর-মন ঠান্ডা রাখার পাশাপাশি ঘর ঠান্ডা রাখতে কে না চাই? তবে এসি বা কুলার নয়। কয়েকটি সহজ উপায়েই ঘর থাকবে অক্সিজেনপূর্ন আর সতেজ।

কিন্তু কীভাবে? অসহ্য গরমে ঘরবাড়ি শীতল রাখতে নিজের বাড়িতে অথবা গাড়িতে বিশেষ কিছু গাছ রাখার টিপস দিচ্ছেন মালদার এক শিক্ষিকা। ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সহ ঘরের ভিতরের পরিবেশ ঠান্ডা রাখতে ছোট গাছ রাখার পরামর্শ দিচ্ছেন মালদার শিক্ষিকা তথা পরিবেশবিদ মধুছন্দা মন্ডল।

তাঁর দীর্ঘদিনের সমীক্ষায় উঠে এসেছে,  ঘরে অথবা চার চাকার গাড়িতে বেশ কিছু প্রজাতির গাছ রাখলে সেগুলি এসি অথবা কুলারের মতোন কাজ করে। শুধু তাই নয়, এই গাছগুলি কমপক্ষে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম। যারফলে বিশ্ব উষ্ণায়নের যুগে তীব্র গরম থেকে বাঁচতে বেশকিছু প্রজাতির গাছ লাগানোর ক্ষেত্রে মানুষের মধ্যে আরও বেশি করে প্রচার চালানোর কাজ শুরু করেছেন মালদার ওই শিক্ষিকা মধুছন্দা মন্ডল।

Advertisement

আরও পড়ুন: জীবনের প্রথম শিক্ষিকা…মা তুঝে সালাম, মায়ের পুজো পড়ুয়াদের

মালদা শহরের মালঞ্চপল্লী এলাকার বাসিন্দা মধুছন্দা মন্ডল পেশায় একজন হাইস্কুলের শিক্ষিকা। তিনি বলেন,  ”প্রকৃতি বিজ্ঞানীরা বলছেন এখন নিজেদের অক্সিজেন নিজেরা তৈরি করলে পৃথিবী হয়তো কিছুটা রক্ষা পেতে পারে। কোনও কৃত্রিম উপায়ে নয়। মানি প্লান্ট, ড্রাকিলা, এরিকা পাম্প, বাম্বু পাম্প, ফিকাশ ,বেঞ্জামিনা, ছোট রবার গাছ, স্পাইডার প্ল্যান্ট, সাকুলেন্ট, বেলি, জেড প্ল্যান্ট, পিস লিলি, অ্যালোভেরা, তুলসী, স্নেক প্ল্যান্ট এই ধরনের বিভিন্ন প্রজাতির ছোট গাছ আছে। যা ঘরে রাখলে কার্বন ডাই অক্সাইড, নিথেন, ক্লোরোফ্লোরো, কার্বনের মতন বিষাক্ত গ্যাসকে শোষণ করে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে।”

তিনি আরও বলেন, ”যারফলে প্রাকৃতিক ভাবে ঘর থাকবে ঠান্ডা। এয়ার কুলার অথবা এসি আপনার ঘর ঠান্ডা করে তো বটেই তবে বিদ্যুৎ খরচের পাশাপাশি প্রকৃতির দিকে ফিরিয়ে দেয় কিছু বিষাক্ত গ্যাস। যারফলে প্রকৃতিতে গরমের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। তাই প্রাকৃতিক উপায়ে ঘরকে ঠাণ্ডা রাখবে এইসব গাছ খুব প্রয়োজনীয়।”

Advertisement

আরও পড়ুন: বিবাহ বিচ্ছেদের পথে বাধা, বিচারকেই ইট নিয়ে তাড়া

ওই শিক্ষিকার দাবি, এইসব গাছের উপর গবেষণা করে দেখা গিয়েছে, ঘরের মধ্যে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম এরা। বর্তমানে যেভাবে হু-হু করে তাপমাত্রা বাড়ছে তাতে আমাদের চরম অস্বস্তির মধ্যেই থাকতে হচ্ছে। পরিবেশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। গাছ যেমন আমাদের অক্সিজেন দিতে সাহায্য করে তেমনি পরিবেশকেও শীতল করতে সাহায্য করে। পরিবেশ রক্ষায় এই ধরনের গাছ লাগানো আবশ্যক। 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.