অশনি-শঙ্কায় জেলা সফরসূচি বদল মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

অশনি-শঙ্কায় জেলা সফরসূচি বদল মুখ্যমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাগরের বুকে জমছে মেঘ। ‘অশনি’(Cyclone Asani) সঙ্কেতের শঙ্কায় জেল সফর সূচিতে রদবদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির উপর নজর রাখতে আগামী ১০, ১১ও ১২ মে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফরে যাচ্ছেন না তিনি।

জানা গিয়েছে, দু’বছর আগে ঘূর্ণিঝড় ‘আমফানের’ সময়ে নবান্নের কন্ট্রোলরুম থেকে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছিলেন তিনি সেভাবেই এবারও ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব এবং পরিস্থিতির উপর নজর রাখতে আগামী দু’দিনের জেলাসফর এবং প্রশাসনিক কর্মসূচি স্থগিত করে দিলেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ‘অশনি’ চলে গেলেই আগামী ১৭,১৮ ও ১৯ মে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সফরে যাবেন তিনি। সেখানে গিয়ে প্রশাসনিক ও দু’টি দলীয় সভা করবেন তিনি। ওই দু’টি সভাই হবে মেদিনীপুর কলেজিয়েট মাঠে।

Advertisement

আরও পড়ুন: বঙ্গোপসাগরের বুকে জমছে অশনি! মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সেইসঙ্গে জেলা সফরে এসে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, বাংলাতেও ঘূর্ণিঝড়ের তেমন কোনও প্রভাব পড়ার সম্ভাবনা না থাকলেও ‘আমফানের’ স্মৃতি মাথায় রেখে বাংলার উপকূলবর্তী জেলাগুলির জন্য দেওয়া হয়েছে বিশেষ সতর্কবার্তা। আগামী তিনদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Advertisement

আরও পড়ুন: শাহের সফরের মধ্যেই ভাঙন ধরল পদ্মে, ঘাসফুলে যোগ ৪০ নেতা-কর্মীর

এছাড়াও ঝড়ে যাতে কারও কোনও ক্ষতি না হয় তার জন্য রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের তরফে রবিবার দিনভর চলছে বকখালি-দিঘা, ফ্রেজারগঞ্জ সহ সমুদ্র তীরবর্তী এলাকায় মাইকিং। বিশেষ সতর্কবার্তা জারি রয়েছে উত্তর ২৪ পরগণার সুন্দরবন লাগোয়া সাগর এলাকায়। এছাড়াও পূর্ব মেদিনীপুর, বকখালি, দক্ষিণ ২৪ পরগণায় জারি রয়েছে সতর্কতা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.