New GST 2022: দাম বাড়ছে প্যাকেটজাত খাবারের, জানুন নতুন দাম...
Connect with us

দেশের খবর

New GST 2022: দাম বাড়ছে প্যাকেটজাত খাবারের, জানুন নতুন দাম…

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার থেকে চালু হচ্ছে নতুন জিএসটি (New GST 2022)। যারফলে আগের GST-তে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আজ থেকে শুরু হওয়া জিএসটি কাউন্সিলের নতুন GST-তে রয়েছে বেশকিছু পরিবর্তন। যারফলে দাম বাড়তে চলেছে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের। যেগুলি আগে GST-র আওতায় ছিল না।

GST কাউন্সিল সূত্রে খবর, নতুন জিএসটি চালু হওয়ার ফলে খরচ বাড়বে হোটেল, হাসপাতাল, ব্যাঙ্কিং ক্ষেত্রে। এমনকি GST বসবে এবার থেকে দুধ, দই, পনির এবং প্যাকেটজাত পণ্যের উপর। তাহলে দেখে নেওয়া যাক আজ থেকে দাম বাড়ছে কোন, কোন জিনিসের।

1. সোমবার থেকে  প্যাকেটজাত পণ্যের দাম বাড়ছে। যেমন-দুধ, পনির, দই সহ যেকোনও প্যাকেটজাত খাবারের উপর বসছে ৫ শতাংশ GST। যারফলে কোম্পানির লেবেল সহ বিক্রি হওয়া দুধ,দইয়ের দাম বাড়ছে। জিএসটি বসছে প্যাকেটজাত আটা, ডাল ইত্যাদির উপরেও।

Advertisement

SM Mall of Asia - Manila Shopping Mall – Go Guides
2. হাসপাতালের ক্ষেত্রেও এবার গাঁটের কড়ি গুণতে হবে সাধারণ মানুষকে। ICU ছাড়া সাধারণ হাসপাতালের ভাড়া ৫০০০ এর বেশি হলে বসবে জিএসটি। এর আগে হাসপাতালের ক্ষেত্রেও জিএসটি দিতে হত না সাধারণ মানুষকে।

Healthcare - Four hospitals in Kolkata decide on zero Covid beds - Telegraph India
3. হোটেল ভাড়াতেও ১২ শতাংশ জিএসটি বাড়ছে। ১০০০ টাকার নীচের ঘরভাড়াগুলিতেও বসবে ১২ শতাংশ জিএসটি। যারফলে আগে যেসব ঘরের দাম ছিল ৯০০ টাকা। GST বসায় তার দাম বেড়ে হবে ১০০০ টাকা।

10 hotel booking mistakes (and how to avoid them)
4. পড়াশোনাতেও থাবা বসিয়েছে GST। নতুন জিএসটি’র কারণে দাম বাড়বে ছাপার কালি, মানচিত্র, অ্যাটলেস প্রভৃতি জিনিসের।

Top-view of pencils, lined paper, ruler and pencil sharpener Stock Photo by ©EllenMol 42333725
5. ব্যাঙ্কের পাসবুকের উপরও বসছে GST। পাসবুকের উপর বসছে ১৮ শতাংশ জিএসটি।

sbi passbook state bank passbook state bank of india passbook sbi state bank passbook | Indian Express Tamil
6. সোলার ওয়াটার হিটার, যেগুলিতে জিএসটি ৫ শতাংশের নীচে ছিল, সেগুলিতে এখন জিএসটি বেড়ে হল ১২ শতাংশ।
7. চামড়াজাত পণ্যের মতো জিনিসগুলিও এখন আসবে জিএসটির আওতায়। এতে জিএসটি বসবে ১২ শতাংশ।

LED Greensense Solar Water Heater, For Home, 3 Kw, Rs 25500/piece | ID: 23306907888
8.টেট্রা প্যাকগুলিতে এখন ১৮ শতাংশ জিএসটি বসবে।
9.মুদ্রণ, লেখা এবং অঙ্কন কালি, অঙ্কন যন্ত্র ১৮ শতাংশ জিএসটি লাগবে।
10. ১৮ শতাংশ ট্যাক্স সহ LED বাতিগুলিও ব্যয়বহুল হবে এবার থেকে।

LED aviation obstruction lights Kolkata Archives - Binayled
11. রাস্তা, সেতু, রেলপথ, মেট্রো, বর্জ্য শোধনাগার এবং শ্মশানের কাজের চুক্তির মতো পরিষেবাগুলিও এখন ১৮ শতাংশ জিএসটির আওতায় আসবে। যদিও নতুন GST-তে শুধুই খরচই বাড়ছে না। খরচ কমছে, ভাড়াগাড়ি, পরিবহন ক্ষেত্র, প্রতিরক্ষা বাহিনীর আমদানি খরচ।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.