দেশের খবর
বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা, মোদি-শাহকে সঙ্গে নিয়ে মনোয়ন পেশ ধনখড়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ সোমবার,রাষ্ট্রপতি নির্বাচনের দিনই উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নিজের মনোয়ন পত্র জমা দিলেন বাংলার রাজ্যপাল তথা NDA দলের প্রার্থী জগদীপ ধনখড়।
সোমবার মনোনয়ন দাখিল করার জন্য সংসদের লাইব্রেরি ভবনে পৌঁছন জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা এবং অন্যান্য দলের নেতারা।
আরও পড়ুন: Big Breaking: উপ রাষ্ট্রপতি নির্বাচনে ধনখড়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন UPA প্রার্থী মার্গারেট আলভা
#WATCH | Delhi: NDA's Vice Presidential candidate Jagdeep Dhankhar arrives at the Parliament Library Building. He will file his nomination today. pic.twitter.com/DC3wkaNURp
— ANI (@ANI) July 18, 2022
৭১ বছর বয়সী জগদীপ ধনখড় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিন সংসদে মনোয়ন জমা দেওয়ার আগে, দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদের জন্য এনডিএ প্রার্থী মনোনীত হওয়ার পর তিনি রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেন।
পেশায় আইনজীবী, প্রাক্তন সাংসদ জগদীপ ধনখড় ২০১৯ সালের অগাস্ট মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। বাংলার রাজভবনে রাজ্যপাল হিসেবে তিনি পা রাখার পর থেকেই নানা বিষয়ে রাজ্য বনাম রাজভবনের সঙ্ঘাতের পরিস্থিতি তৈরি হয়। রাজ্যপাল বনাম বাংলার শাসকদলের বাক্যুদ্ধে সরগরম ছিল বাংলার রাজনীতির ময়দান।
আরও পড়ুন: উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড়, খুশির হাওয়া দেশের বাড়িতে
অন্যদিকে, গত শনিবার সন্ধায় উপ রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণায় বড় চমক দেয় NDA শিবির। এবার জগদীপ ধনখড়ের বিরুদ্ধে লড়াইয়ে UPA প্রার্থী করা হয়েছে মার্গারেট আলভাকে। বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা ৫ রাজ্যের রাজ্যপাল ছিলেন।
তিনি কংগ্রেস দলের ৫ বারের সাংসদ। উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীকে সমর্থন করেছে, এনসিপি, শিবসেনা, আরজেডি, সমাজবাদী পার্টি, সিপিআইএম, সিপিআই সহ ১৭টি বিরোধী দল।
NDA Vice Presidential candidate #JagdeepDhankar files his nomination. The election will be held on 6th August. pic.twitter.com/601tPof7Ig
— All India Radio News (@airnewsalerts) July 18, 2022
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ‘রিসর্ট রাজনীতি’ বিতর্ক, টুইটে খোঁচা অভিষেকের
উল্লেখ্য, দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ জুলাই। নির্বাচন হবে ৬ অগাস্ট। আগামী ১০ অগাস্ট শেষ হচ্ছে বর্তমান উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর মেয়াদ।