দেশের খবর
New GST 2022: দাম বাড়ছে প্যাকেটজাত খাবারের, জানুন নতুন দাম…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার থেকে চালু হচ্ছে নতুন জিএসটি (New GST 2022)। যারফলে আগের GST-তে আসতে চলেছে বড়সড় পরিবর্তন। আজ থেকে শুরু হওয়া জিএসটি কাউন্সিলের নতুন GST-তে রয়েছে বেশকিছু পরিবর্তন। যারফলে দাম বাড়তে চলেছে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের। যেগুলি আগে GST-র আওতায় ছিল না।
GST কাউন্সিল সূত্রে খবর, নতুন জিএসটি চালু হওয়ার ফলে খরচ বাড়বে হোটেল, হাসপাতাল, ব্যাঙ্কিং ক্ষেত্রে। এমনকি GST বসবে এবার থেকে দুধ, দই, পনির এবং প্যাকেটজাত পণ্যের উপর। তাহলে দেখে নেওয়া যাক আজ থেকে দাম বাড়ছে কোন, কোন জিনিসের।
1. সোমবার থেকে প্যাকেটজাত পণ্যের দাম বাড়ছে। যেমন-দুধ, পনির, দই সহ যেকোনও প্যাকেটজাত খাবারের উপর বসছে ৫ শতাংশ GST। যারফলে কোম্পানির লেবেল সহ বিক্রি হওয়া দুধ,দইয়ের দাম বাড়ছে। জিএসটি বসছে প্যাকেটজাত আটা, ডাল ইত্যাদির উপরেও।
2. হাসপাতালের ক্ষেত্রেও এবার গাঁটের কড়ি গুণতে হবে সাধারণ মানুষকে। ICU ছাড়া সাধারণ হাসপাতালের ভাড়া ৫০০০ এর বেশি হলে বসবে জিএসটি। এর আগে হাসপাতালের ক্ষেত্রেও জিএসটি দিতে হত না সাধারণ মানুষকে।
3. হোটেল ভাড়াতেও ১২ শতাংশ জিএসটি বাড়ছে। ১০০০ টাকার নীচের ঘরভাড়াগুলিতেও বসবে ১২ শতাংশ জিএসটি। যারফলে আগে যেসব ঘরের দাম ছিল ৯০০ টাকা। GST বসায় তার দাম বেড়ে হবে ১০০০ টাকা।
4. পড়াশোনাতেও থাবা বসিয়েছে GST। নতুন জিএসটি’র কারণে দাম বাড়বে ছাপার কালি, মানচিত্র, অ্যাটলেস প্রভৃতি জিনিসের।
5. ব্যাঙ্কের পাসবুকের উপরও বসছে GST। পাসবুকের উপর বসছে ১৮ শতাংশ জিএসটি।
6. সোলার ওয়াটার হিটার, যেগুলিতে জিএসটি ৫ শতাংশের নীচে ছিল, সেগুলিতে এখন জিএসটি বেড়ে হল ১২ শতাংশ।
7. চামড়াজাত পণ্যের মতো জিনিসগুলিও এখন আসবে জিএসটির আওতায়। এতে জিএসটি বসবে ১২ শতাংশ।
8.টেট্রা প্যাকগুলিতে এখন ১৮ শতাংশ জিএসটি বসবে।
9.মুদ্রণ, লেখা এবং অঙ্কন কালি, অঙ্কন যন্ত্র ১৮ শতাংশ জিএসটি লাগবে।
10. ১৮ শতাংশ ট্যাক্স সহ LED বাতিগুলিও ব্যয়বহুল হবে এবার থেকে।
11. রাস্তা, সেতু, রেলপথ, মেট্রো, বর্জ্য শোধনাগার এবং শ্মশানের কাজের চুক্তির মতো পরিষেবাগুলিও এখন ১৮ শতাংশ জিএসটির আওতায় আসবে। যদিও নতুন GST-তে শুধুই খরচই বাড়ছে না। খরচ কমছে, ভাড়াগাড়ি, পরিবহন ক্ষেত্র, প্রতিরক্ষা বাহিনীর আমদানি খরচ।