ভাঙলেন অতীত রেকর্ড, নিজের ট্র্যাকে নয়া কীর্তি সোনার ছেলে নীরজ চোপড়ার
Connect with us

খেলা-ধূলা

ভাঙলেন অতীত রেকর্ড, নিজের ট্র্যাকে নয়া কীর্তি সোনার ছেলে নীরজ চোপড়ার

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের পর সোনার ছেলের নয়া কীর্তি। এবারে পদক জয়ের ঝুলিতে নীরজের সোনা না আসলেও জ্যাভলিনে ফের নতুন কীর্তি গড়লেন তিনি। নিজেই ভেঙে দিলেন নিজের পুরনো রেকর্ড।

জানা গিয়েছে, ফিনল্যান্ডে আয়োজিত Paavo Nurmi Games-এ ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়েছেন অলিম্পিক্সে সোনা জয়ী Neeraj Chopra। যার ফলে নীরজ নিজেই ভাঙলেন নিজের অতীত রেকর্ড। তবে এই ইভেন্টে সোনা না জিতলেও, অলিম্পিক্সের পর এটাই ছিল Neeraj Chopra-র প্রথম আন্তর্জাতিক ইভেন্ট।

ভাঙলেন ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তিনিই ছিলেন অলিম্পিক্সে প্রথম সোনাজয়ী। তবে তাঁর জ্যাভলিনে সর্বোচ্চ জাতীয় রেকর্ড ছিল ৮৮.০৭ মিটারের।

Advertisement

আরও পড়ুন: ৮৪ গোল করে পুসকাসকে ছুঁলেন সুনীল, যুবভারতীতে জয়ের হ্যাটট্রিক ভারতের

জানা গিয়েছে, গত বছরের মে মাসে পাতিয়ালায় তিনি এই রেকর্ড গড়েছিলেন। এবার ফিনল্যান্ডে সেই রেকর্ড ভেঙে দিলেন।

Paavo Nurmi Games-এ রেকর্ড গড়ার দিনে রূপো জিতে সন্তুষ্ট থাকতে হল Neeraj Chopra-কে। ফিনল্যান্ডের Oliver Helander ৮৯.৮৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জেতেন। এরপরেই Neeraj Chopra নয়া রেকর্ড।

Advertisement

আরও পড়ুন:ইংলিশ প্রিমিয়ার লিগকেও টেক্কা, রেকর্ড অর্থে আইপিএল সম্প্রচার স্বত্ব বিক্রি করল বিসিসিআই

নীরজ Paavo Nurmi Games-এ প্রথম থ্রো-টি করেন ৮৬.৯২ মিটার। এরপর তিনি ভাঙেন নিজের রেকর্ড। ৮৯.৩০ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। তারপর তিনটে চেষ্টা ফাউল হয়। ষষ্ঠ ও ফাইনাল থ্রো-তে তিনি ৮৫.৮৫ মিটার জ্যাভলিন ছোঁড়েন। ফিনল্যান্ডের ২৫ বছর বয়সি Oliver Helander-এর অতীতে সর্বোচ্চ রেকর্ড ছিল ৮৮.০২ ও মরশুমের সেরা ছিল ৮০.৩৬। তিনি এবার দ্বিতীয় চেষ্টাতেই ৮৯.৮৩ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সোনা নিশ্চিত করেন। Neeraj Chopra-র ৮৯.৩০ মিটারের এই দূরত্বের ফলে তিনি বর্তমানে বিশ্বের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.