খেলা-ধূলা
Neeraj Chopra : নীরজকে শুভেচ্ছা মোদি-রাজনাথ-অনুরাগের, অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রীও

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রবিবার সকালেই দেশবাসীর ঘুম ভেঙেছে নীরজ চাপড়ার ইতিহাস সৃষ্টি করার খবর দিয়ে। ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে রুপো জিতেছেন নীরজ। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর তিনিই হলেন দেশের দ্বিতীয় অ্যাথলিট, যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতলেন। তারপরই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে সেলিব্রেশন।
সমাজের সর্বক্ষেত্রের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নীরজকে। দেশ-বিদেশ থেকে সমস্ত শুভেচ্ছা বার্তার ঠিকানাই এখন নীরজ। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অনুরাগ ঠাকুর, কিরেন রিজিজু, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কুস্তিগীর বজরং পুনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে নীরজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দেশের স্বনামধন্য অ্যাথলিটের দুর্দান্ত সাফল্য। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপোর পদক জেতার জন্য নীরজ চোপড়াকে শুভেচ্ছা। ভারতের ক্রীড়াক্ষেত্রে এক বিশেষ মুহূর্ত। তাঁর আগামী লড়াইগুলোর জন্য শুভেচ্ছা রইল।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘আমাদের সুবেদারের অসাধারণ পারফরমেন্সে উচ্ছ্বসিত ভারতবাসী। ওরিগনের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদকের জন্য অভিনন্দন। ওর কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সংকল্প অসামান্য ফল এনে দিয়েছে। আমরা ওর জন্য গর্বিত।’
ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লিখেছেন, ‘জয়ের ধারা অব্যাহত রেখেছেন নীরজ চোপড়া!পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা প্রথম ভারতীয় পুরুষ এবং দ্বিতীয় ভারতীয়। নীরজ এখন প্রতিটি বিশ্ব ইভেন্টেই পদক জিতছে।’
নীরাজের এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও টুইট করে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘ওরিগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপোর পদক জেতার জন্য নীরজ চোপড়াকে আন্তরিক শুভেচ্ছা। আরও একটি ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে নীরজ সমগ্ৰ দেশকে আবারও গর্বিত করল।’ কুস্তিগীর বজরং পুনিয়া লিখেছেন, ‘বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক রুপোর পদক জয়ের জন্য অনেক শুভেচ্ছা। এভাবেই দেশের জন্য মেডেল জিততে থাকো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি।’