খেলা-ধূলা
Neeraj Chopra : চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে গেলেন নীরজ চোপড়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চোটের কারণে কমনওয়েলথ গেমস থেকে সরে গেলেন নীরজ চোপড়া। যার ফলে বড় ধাক্কার মুখে এবার পড়তে চলেছে ভারত।
জানা গিয়েছে আগামী ২৮ জুলাই থেকে শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস। তার আগেই কমনওয়েলথ গেমস থেকে ছিটকে গেলেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া। ভারতীয় অলিম্পিক সংস্থা সূত্রে খবর, কুঁচকির চোটের কারণে কমনওয়েলথ গেমসে নামতে পারবেন না বিশ্ব চ্য়াম্পিয়নশিপে সদ্য রুপো জয়ী নীরজ। নীরজও সরকারি ভাবে তাঁর চোটের কথা জানিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: Hooghly News: প্রেমিকার ফোন কাটায়, অভিমানে শিরা কাটল প্রেমিক
গতবছরের অলিম্পিকের পর অংশ নেওয়া সবকটি প্রতিযোগিতা থেকে পদক নিশ্চিত করেছেন নীরজ। তাই কমনওয়েলথে সোনা জয়ের প্রবল দাবিদার ছিলেন তিনি। মোট ২১৫ জনের দলের মধ্যে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে দিন কয়েক আগেই ছিটকে গিয়েছেন পাঁচ জন। এবার চোটের কারণে ভারতের কমনওয়েলথ দলে নেই নীরজ।
সম্প্রতি ওরেগনে আয়োজিত ২০২২ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া জ্যাভেলিন থ্রো ইভেন্টে রুপো জয় করেছিলেন। নীরজ তাঁর চতুর্থবারের চেষ্টায় ৮৮.১৩ মিটার দুরত্বে জ্যাভেলিন ছুঁড়েছিলেন। আর সেইসঙ্গে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে তিনি পদক জয় করেছেন।
Neeraj Chopra will not take part in #CommonwealthGames2022. He is not fit as he got injured in the finals of World Athletic Championship. He informed us about this: Rajeev Mehta, Secretary General, IOA to ANI
(File photo) pic.twitter.com/5QgbMaZHuw
— ANI (@ANI) July 26, 2022