এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বাংলার প্রণতির
Connect with us

খেলা-ধূলা

এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ বাংলার প্রণতির

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আন্তর্জাতিক ক্ষেত্রে বড়সড় সাফল্য পেলেন বাংলা জিমন্যাস্ট প্রণতি নায়েক। কাতারের দোহায় আয়োজিত নবম এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন প্রণতি। ফাইনাল রাউন্ডে প্রথম ভল্টে ১৩.৭৬৭ এবং দ্বিতীয় ভল্টে ১২.৯৬৭ মোট ১৩.৩৬৭ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ জিতলেন প্রণতি। সোনা জিতেছেন কোরিয়ার ইয়ো সিওজং। এবং রুপো জিতেছেন জাপানের মিয়াতা শোকো।

এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে এই নিয়ে দ্বিতীয়বার ব্রোঞ্জ জিতলেন বাংলার এই অন্যতম তারকা জিমন্যাস্ট। ২০১৯ সালে মঙ্গোলিয়ায় ১৩.৩৮৪ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ জিতেছিলেন প্রণতি। তবে প্রণতি ছাড়াও এই টুর্নামেন্টে পদক জিতে ছিলেন প্রণতির আইডল তথা আরেক বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। ২০১৫ সালে রিও অলিম্পিক্সে চতুর্থ স্থানে শেষ করা দীপা ১৪.৭২৫ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত চলা এশিয়ান জিমন্যাস্টিকসে ১০ সদস্যের দল পাঠিয়েছিল ভারত। প্রণতি ছাড়াও দলে ছিলেন রুথুজা নটরাজ, প্রণতি দাস, পাপিয়া দাস, প্রতিষ্ঠা সামন্ত। ছেলেদের মধ্যে ছিলেন গৌরব কুমার, অভিজিৎ কুমার, দীপ রায়চৌধুরী, সত্যজিৎ মন্ডল এবং যজ্ঞেশ্বর সিং।

গতবছর টোকিও অলিম্পিক্সে অংশ নিয়েছিলেন প্রণতি। তবে ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছিল তাঁকে। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন প্রণতি। দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন পর্বে ১২ নম্বরে শেষ করেছিলেন তিনি। তাঁর মোট সংগৃহীত স্কোর ৪২.‌৫৬৫। প্রতিটি সাবডিভিশন থেকে ৮ জন করে জিমন্যাস্ট দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র পান। কিন্তু প্রণতি প্রথম আটের মধ্যে জায়গা করে নিতে না পারায় বিদায় নিয়েছিলেন।

Advertisement

তবে এদিন এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জে জেতার সঙ্গে সঙ্গেই এফআইজি বিশ্ব আর্টিস্টিক চ্যাম্পিয়নশিপেও যোগ্যতা অর্জন করলেন প্রণতি।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.