চলন্ত বাইক আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতা, বরাতজোরে প্রাণে রক্ষা!
Connect with us

বাংলার খবর

চলন্ত বাইক আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতা, বরাতজোরে প্রাণে রক্ষা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলন্ত বাইকের ওপর ঝাঁপিয়ে পড়ল চিতাবাঘ। টাল সামলাতে না পেরে রাস্তায় উলটে গেল বাইক। ঘটনায় জখম ওই বাইক আরোহী।

ঘটনাটি ঘটেছে, নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে। জখম ওই ব্যক্তির নাম বিজয় প্রতাপ সিং। তিনি ওই চা বাগানেরই বাসিন্দা।

জানা গিয়েছে, জখম ওই ব্যক্তি বন্ধুর বাইকে চেপে নাগরাকাটার দিকে যাচ্ছিলেন। সেই সময় আচমকা চিতাবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। যার ফলে শরীরের একাধিক স্থানে আঘাত পান তিনি।

Advertisement

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনায় জখম বিজয় প্রতাপ বলেন, ”কীভাবে যে বেঁচে ফিরলাম জানা নেই। দীর্ঘদিন ধরে যাতায়াত করছি। বামনডাঙ্গা চা বাগানে চিরকালই বুনো জন্তুর উপদ্রব। তবে চলন্ত বাইকের ওপর এদিন যেভাবে হামলার ঘটনা ঘটল তা আগে কখনও হয়েছে বলে শুনিনি”।

আরও পড়ুন: পুরুলিয়ায় রাতের অন্ধকারে জোড়া খুন! ধোঁয়াশায় পুলিশ

এদিকে ফের রেললাইনের ওপর চলে আসল হাতি। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা। রেল সূত্রে জানা গিয়েছে, চালসা নাগরাকাটাগামী রেল লাইনের ৭১/৭ কিমি এলাকায় ট্রেনের সামনে চলে আসে একটি দাঁতাল হাতি। হাতিকে রেললাইনের উপরে দেখতে পেয়ে ইমারজেন্সি ব্রেক কষেন চালক এস বড়ুয়া ও সি কে মিশ্র।

Advertisement

চালক দেখতে পান হাতিটি রেললাইন পারাপারের চেষ্টা করছিল। ওই সময় চালক ট্রেনের গতি কমিয়ে দেয়। হাতিটি জঙ্গলে চলে যাওয়ার পর ফের ট্রেন চালানো শুরু করেন চালক। কয়েক মিনিট অপেক্ষা করার পর ধীরে ধীরে ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যায়।

আরও পড়ুন: ঘণীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, অতিভারী বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলাগুলি

উল্লেখ্য, ডুয়ার্সের এই রেললাইনের চাপড়ামারি বন চিড়ে বেড়িয়ে গিয়েছে তাই জঙ্গল থেকে একাধিকবার রেললাইনে চলে এসেছে হাতি এবং শেষ কয়েক মাসে কোনও দুর্ঘটনা ঘটেনি। রেল চালকদের এই ধরনের সাবধানতার জন্য খুশী বনদফতর থেকে পরিবেশ প্রেমীরা।

Advertisement