বাংলার খবর
অতিমারি অতীত! পৌষ মেলার আয়োজনে সাহায্য চেয়ে মুখ্যসচিবকে চিঠি উপাচার্যের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারি অতীত। দু’বছর পর শান্তিনিকেতনে শুরু হবে পৌষ মেলা। চলতি বছরে শান্তিনিকেতন পৌষ মেলার আয়োজন নিয়ে রাজ্যসরকারকে চিঠি দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
জানা গিয়েছে, চলতি বছরের পৌষ মাসে শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজনের জন্য সাহায্য চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এছাড়াও মেলা করতে চেয়ে শান্তিনিকেতন ট্রাস্টকে চিঠি দিল বিশ্বভারতী কর্মী পরিষদ।
বিশ্বভারতী কর্মী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিনিকেতন ট্রাস্টকে তাঁরা যেন মেলার প্রস্তুতি শুরু করে এবং বিশ্বভারতী কর্মী পরিষদ সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অন্যান্য বছরের ন্যায়। গত দু’বছর করোনা সংক্রমণের কারণ দেখিয়ে মেলা বন্ধ ছিল।
আরও পড়ুন: পুরুলিয়ায় রাতের অন্ধকারে জোড়া খুন! ধোঁয়াশায় পুলিশ
বিশ্বভারতীতে এবছর সেই পৌষ মেলা আবারও হতে চলেছে। এমনটাই দাবি করা হচ্ছে শান্তিনিকেতন ট্রাস্টের পক্ষ থেকে। বিশ্বভারতী সূত্রে খবর, বিশ্বভারতীর পক্ষ থেকেও রাজ্যের মুখ্যসচিবকে মেইল করার জন্য আবেদন করা হয়েছে এবং তাদের সহযোগিতার করার কথাও জানানো হয়েছে। যদিও বিশ্বভারতী পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে কেউ রাজি নয়। এদিকে বিশ্বভারতীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বোলপুরের হস্তশিল্পী ও ব্যবসায়ীরা।
আরও পড়ুন: চলন্ত বাইক আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ল চিতা, বরাতজোরে প্রাণে রক্ষা!
প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তথা বোলপুর শান্তিনিকেতনের বছরের বড় দু’টি উৎসবই হল এই পৌষ মেলা আর বসন্ত উৎসব। এই দুটি উৎসব ঘিরে স্থানীয়দের পাশাপাশি পড়ুয়া ও রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের ব্যাপক উন্মাদনা থাকে। দূর দুরান্ত থেকেও প্রচুর লোকের সমাগম হয় এই দুই উৎসবে। যার ফলে এই সময় ব্যবসায়ীরাও লাভের অঙ্ক দেখার আশায় মুখিয়ে থাকেন।