পুরুলিয়ায় রাতের অন্ধকারে জোড়া খুন! ধোঁয়াশায় পুলিশ
Connect with us

বাংলার খবর

পুরুলিয়ায় রাতের অন্ধকারে জোড়া খুন! ধোঁয়াশায় পুলিশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার মফস্বল থানার কানালি গ্রামে আততায়ীদের হাতে খুন হলেন বাবা ও ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, পেট্রোল পাম্প থেকে মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে রাস্তায় আততায়ীদের হামলার মুখে পড়েন তাঁরা দুজনে। ধারাল অস্ত্রের কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা ও ছেলের।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। শনিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কারা কেন বাবা ও ছেলের উপর হামলা চালাল তা স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: আদালত চত্বরেই বিচারকের নকল স্ট্যাম্প-স্ট্যাম্প পেপারের ব্যবসা! পুলিশের জালে দোকানী

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম যথাক্রমে মদন পাণ্ডে (৬৫) ও কানাই পাণ্ডে (৩৫)। পুরুলিয়ার মফস্বল থানার কানালি গ্রামের বাসিন্দা মদন পাণ্ডে ও কানাই পাণ্ডে সম্পর্কে বাবা ও ছেলে। রাতে পেট্রোল পাম্প থেকে মোটরবাইকে করে বাড়ি ফেরার পথেই আততায়ীদের হামলার মুখে পড়েন তাঁরা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। কারা, কেন বাবা ও ছেলের উপর হামলা চালাল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার দাম বেঁধে দিচ্ছে সরকার, জুলাইয়ের শেষেই বিজ্ঞপ্তি

Advertisement

পুলিশ ফাঁকা মাঠ থেকে বাবা ও ছেলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করলেও ঘটনাস্থল থেকে উধাও তাঁদের মোটরবাইক। এমনকি উধাও বাবা ও ছেলের মোবাইল ফোন। ফলে পুলিশের প্রাথমিক সন্দেহ, ডাকাতির উদ্দেশ্যে খুনের ঘটনা হতে পারে এটি। মৃতেরা এলাকায় নির্বিবাদী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। ফলে এমন নিরীহ মানুষদের এই পরিণতিতে হতবাক এলাকার সকলে।