বাংলার খবর
পরিবারের অমতে বিয়ে, শ্বশুরবাড়ি এসে চরম পরিণতি জামাইয়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভালোবেসে বিয়ে। শ্বশুরবাড়ি সদস্যদের হাতে আক্রান্ত হল জামাই। ভালোবেসে বিয়ে আর তারপরে দুই পরিবারে মেনে না নেওয়ায় শ্বশুর বাড়িতে ডেকে মারধর করা হল জামাইকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার লালবাগে।
লালবাগের কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জাফরাবাদ গ্রামের বাসিন্দা সফিরুল সেখ ও শিল্পী বিবি। একই গ্রামের বাসিন্দা। গত চার মাস আগে তারা প্রেম করে বিয়ে করে। কিন্তু দুই পরিবারের কেউই এই বিয়ে মেনে নেয়নি। তাই তাঁরা বাইরে থাকত। ইদের আগে বাড়ি ফিরে আসে। শুক্রবার রাতে শিল্পী বিবির পরিবার ডেকে পাঠায় শফিকুল সেখকে। অভিযোগ, বাড়িতে ঢুকতেই তার ওপর হামলা চালানো হয়। যারফলে জামাইয়ের মাথায় আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় সফিরুল সেখকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
অন্যদিকে, পাচারের আগে প্রায় লক্ষাধিক টাকার গাঁজাসহ দুই পাচারকারিকে গ্রেফতার করল দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ।
জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে উত্তর দিনাজপুরের দিকে যাওয়ার সময় বিধান নগরের মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশের নাকা চেকিং চলার সময় দুই যুবককে দেখে সন্দেহ হয়। এরপর বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ তাদের আটক করে।
আরও পড়ুন: আপাতত ED আধিকারিকদের কণ্ঠস্বরের নমুনা দিতে হবে না, জানাল হাইকোর্ট
জানা গিয়েছে, তাঁদের তল্লাশি করার সময় ব্যাগের ভিতর থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে দুই পাচারকারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তারা পুলিশকে জানায় গাঁজা পাচার কাজের সঙ্গে তারা যুক্ত। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পাচারকারীরা কোথা থেকে এই গাঁজা নিয়ে এসেছে এবং কোথায় পাচার করছিল তার সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে বিধান নগর ইনভেস্টিগেশন সেন্টারের পুলিশ।
আরও পড়ুন: রাজ্যে শিক্ষকের আকাল, চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষা দফতরের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহাম্মদ রাজ্জাক ও হরিলাল কর্মকার দুজনেই উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর এলাকার বাসিন্দা। ফাঁসিদেওয়া থানা বিধান নগর ইনভেস্টিগেশন পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লাখ টাকা।