বাংলার খবর
রাজ্যে শিক্ষকের আকাল, চাঞ্চল্যকর রিপোর্ট শিক্ষা দফতরের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের বিপুল সংখ্যক স্কুলে নেই প্রধান শিক্ষক- প্রধান শিক্ষিকা। এমনটাই রিপোর্ট খোদ স্কুল শিক্ষা দফতরের। যা দেখে কিছুটা স্তম্ভিত রাজ্য শিক্ষা দফতরের আধিকারিকরাই। রাজ্যে দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে নেই প্রধান শিক্ষক-প্রধান শিক্ষিকাদের নিয়োগ। তার জেরেই কি স্কুলগুলিতে বিপুল সংখ্যক প্রধান শিক্ষকের পদ ফাঁকা? উঠছে প্রশ্ন।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের থেকে কত সংখ্যক শূন্য পদ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার রয়েছে তা জানতে চাওয়া হয়। সেখান থেকেই এই তথ্য পেয়ে তাজ্জব স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সেই তথ্য উঠে আসে রাজ্যের মোট ৯৯৯০ টিরও বেশি স্কুলের মধ্যে প্রায় ২১৩০ টির মতো স্কুলে প্রধান শিক্ষক বা শিক্ষিকা নেই। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগ না হওয়ার জেরেই এত সংখ্যক শূন্য পদ? যদিও একথা মানতে নারাজ স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশনের ওপর সামগ্রিক মনোভাব বদলানোর জন্য প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের মাধ্যমে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের কাছে কত সংখ্যক শূন্যপদ রয়েছে মোট তার তালিকা পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: আইনি জটে অনুব্রত, লালবাতির গাড়ি ব্যবহার নিয়ে দায়ের জনস্বার্থ মামলা
এবার এই প্রথম রস্টার মেনে নিয়োগ হবে। অর্থাৎ এতদিন ধরে যে নিয়মে প্রধান শিক্ষক নিয়োগ করা হতো সেই নিয়মের বদল করা হচ্ছে। ক্যাটাগরি ভিত্তিক প্রধান শিক্ষকদের নিয়োগ করা হবে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। এ সংক্রান্ত আইন সামগ্রিকভাবে সংশোধনের জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফ এ প্রস্তাব পাঠানো হচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। প্রস্তাব সম্মতি পেলেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দিতে পারে এসএসসি বলেই জানা গেছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা বিষয়টি নিয়ে বেশ কয়েকবার পর্যালোচনা বৈঠক করেছেন বলেও জানা গেছে।
আরও পড়ুন: ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’…কাকে এমন বললেন ফিরহাদ হাকিম
প্রসঙ্গত গত কয়েক মাস ধরে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগ নিয়ে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠছে। বারবার বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তরফে এসেছে নিয়োগ প্রক্রিয়া কে কেন্দ্র করে। তার জন্যই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকার নিয়োগের মাধ্যমে নতুন করে এসএসসি সম্পর্কে সাধারণ মানুষের কাছে ইতিবাচক মনোভাব তুলে ধরতে চায় রাজ্য।সূত্রের খবর সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চায় স্কুল সার্ভিস কমিশন। যদিও এই বিষয় নিয়ে এসএসসির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।