বাংলার খবর
পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর তাজাবোমা-আগ্নেয়াস্ত্র, মালদহে গ্রেফতার ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রামপুরহাটের বগটুই ঘটনার পর রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের এলাকায় অভিযান চালিয়ে বোম, পিস্তল গুলি বারুদ উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই নির্দেশের পরেই বৃহস্পতিবার রাতে মালদহের চাঁচল থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে চাঁচলের পৃথক পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি কার্তুজ সহ দুই যুবকে গ্রেফতার করে।
ধৃতদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মারুপ আলি (৩০) বাড়ি চাঁচল ১ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের বাকিপুরে। অনুপ মালো (২০) বাড়ি চাঁচল পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায়। ধৃত দুজনকেই তাদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে পাহাড়পুরের বাসিন্দা অনুপ মালোর বিরুদ্ধে এর আগে একটি ডাকাতি মামলায় চাঁচল থানায় নাম রয়েছে। ধৃতদের পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে চাঁচোল মহকুমা আদালতে তোলা হয়। এ বিষয়ে চাচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, অভিযান চালিয়ে পৃথক দু’টি জায়গা থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ডে আনারুলের ১৪ দিনের পুলিশ হেপাজত
অন্যদিকে, নওদায় আগেয়াস্ত্র, গুলি সহ গ্রেফতার দুই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে নওদার আমতলা বেলডাঙ্গা রাজ্য সড়কের বর্ষারধার এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৯ এমএম পিস্তল , একটি ৭.৬৫ এম পিস্তল , চার রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন। শুক্রবার ধৃত দুজনকে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর কোর্টে পাঠানো হয়। কী কারনে এই আগ্নেয়াস্ত্রগুলি তাদের কাছে ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে নওদা থানার পুলিশ।
আরও পড়ুন: সটান হাইটেনশন তারে উঠে পড়লেন মহিলা, তারপর যা হল…
এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে পরেই রঘুনাথগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাত্রে রঘুনাথগঞ্জ থানার রহমানপুরের একটি বাঁশবাগান থেকে ১৪টি তাজা বোমা উদ্ধার করে। বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক বা গ্রেফতার হয়নি। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। কি কারণে বোমাগুলি মজুত রাখা হয়েছিল জানতে তদন্ত শুরু হয়েছে।