বগটুই হত্যাকাণ্ড: তদন্তভার CBI-কে দিল কলকাতা হাইকোর্ট
Connect with us

বাংলার খবর

বগটুই হত্যাকাণ্ড: তদন্তভার CBI-কে দিল কলকাতা হাইকোর্ট

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বগটুইকাণ্ডে এবার CBI তদন্তের নির্দেশ দিল Kolkata High Court। সিট আর তদন্ত করতে পারবে না। অভিযুক্তদের এবার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। মর্মান্তিক এই হত্যালীলায় সত্য উদঘাটনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা Adhir Chowdhury। জানা গিয়েছে আগামী ৭ এপ্রিলের মধ্যে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে CBI। এছাড়াও CBI কে সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট। 

এদিকে, গত সোমবার বগটুইকাণ্ডে আটজনের জীবন্ত দ্বগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয় হাইকোর্টে।  এই ঘটনাটিকে বর্বোরচিত আখ্যা দিয়ে হত্যালীলার সঙ্গে যুক্ত প্রকৃত দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। বগটুই হত্যাকান্ডে গ্রেফতার মূল অভিযুক্তকে এদিন তারাপীঠ থানায় রাখা হয়েছে। এদিকে তৃণমূল নেতাকে গ্রেফতারের পরই তারাপীঠে চলল গুলি। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঐ এলাকায়।

আরও পড়ুন: বগটুইকান্ডে তারাপীঠ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত আনারুল হোসেন

Advertisement

এদিকে, বৃহস্পতিবার রামপুরহাটে নিহত পরিবারদের সঙ্গে দেখা করবে বলে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল রামপুরহাট পৌঁছালে তাদের সাইথিয়াতে পুলিশ আটকে দেয়। যদিও পরে বগটুইয়ে পৌঁছয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। অন্যদিকে, সোমবার রাতের পর থেকেই থমথমে বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহত এবং আহতদের পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এদিন নিহত পরিবারদের সঙ্গে দেখা করেই হাসপাতালে ভরতি আহতদের দেখতে রামপুরহাট হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি।

আরও পড়ুন: কয়লা পাচারকান্ডে অভিষেককে ফের ED-র তলব

এদিকে বগটুইয়ের এই মর্মান্তিক হত্যালীলায় ‘কেউ কেউ অশান্তির আগুন লাগানোর চেষ্টা করছে’ বলেও এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বগটুইয়ে গিয়ে একাধিক নির্দেশ দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”দোষীদের কাউকে ছাড়া হবে না। হয় আনারুল আত্মসমর্পন করবে না হলে তাঁকে গ্রেফতার করা হবে।” তিনি বলেন ”খুবই ভয়াবহ ঘটনা। ভাবতে পারেনি এরকম কোনও নৃশংস ঘটনা ঘটতে পারে। সারাবিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে অশান্তির আগুন লাগানো হচ্ছে । শুধু কয়েকটা লোকের জন্য এমন অশান্তি হচ্ছে। আনারুলকে গ্রেফতার করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যারা এই ঘটনা জেনেশুনেও পুলিশকে জানায়নি তাঁদের শাস্তি চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে। ভাদু খুন হওয়ার পর বাড়িতে আগুন

Advertisement