বাংলার খবর
বগটুইকান্ডে তারাপীঠ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত আনারুল হোসেন

বেঙ্গল এক্সপ্রস নিউজ: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। বগটুই হত্যাকান্ডে গ্রেফতার মূল অভিযুক্তকে এদিন তারাপীঠ থানায় রাখা হয়েছে। এদিকে তৃণমূল নেতাকে গ্রেফতারের পরই তারাপীঠে চলল গুলি। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঐ এলাকায়।
এদিকে, বৃহস্পতিবার রামপুরহাটে নিহত পরিবারদের সঙ্গে দেখা করবে বলে বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল রামপুরহাট পৌঁছালে তাদের সাইথিয়াতে পুলিশ আটকে দেয়। যদিও পরে বগটুইয়ে পৌঁছয় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। অন্যদিকে, সোমবার রাতের পর থেকেই থমথমে বীরভূমের রামপুরহাটের বকটুই গ্রাম। তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ খুনের পর থেকেই গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু মোট আটজনের। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে নিহত এবং আহতদের পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। এদিন নিহত পরিবারদের সঙ্গে দেখা করেই হাসপাতালে ভরতি আহতদের দেখতে রামপুরহাট হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন তিনি।
আরও পড়ুন: আনারুল হোসেন আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেফতার করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর
এদিকে বগটুইয়ের এই মর্মান্তিক হত্যালীলায় ‘কেউ কেউ অশান্তির আগুন লাগানোর চেষ্টা করছে’ বলেও এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বগটুইয়ে গিয়ে একাধিক নির্দেশ দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”দোষীদের কাউকে ছাড়া হবে না। হয় আনারুল আত্মসমর্পন করবে না হলে তাঁকে গ্রেফতার করা হবে।” তিনি বলেন ”খুবই ভয়াবহ ঘটনা। ভাবতে পারেনি এরকম কোনও নৃশংস ঘটনা ঘটতে পারে। সারাবিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে অশান্তির আগুন লাগানো হচ্ছে । শুধু কয়েকটা লোকের জন্য এমন অশান্তি হচ্ছে। আনারুলকে গ্রেফতার করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। যারা এই ঘটনা জেনেশুনেও পুলিশকে জানায়নি তাঁদের শাস্তি চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে। ভাদু খুন হওয়ার পর বাড়িতে আগুন।”
আরও পড়ুন: বগটুইয়ে হত্যার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
অন্যদিকে, রামপুরহাটের ঘটনার আঁচ এসে পড়েছে বিধানসভাতেও। বিধানসভায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়ালে নেমে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিনের বিধানসভার অধিবেশন ওয়াকআউট করে বিজেপি। এছাড়াও এদিন বগটুই যাওয়ার পথে BJP রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার বলেন, ”মুখ্যমন্ত্রীর অনেক আগে যাওয়া উচিৎ ছিল। অন্যদের যেতে দিয়েছি এই বলে অজুহাত তৈরি করছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ”ঘটনাস্থলের জিরো পয়েন্টে গিয়ে ঘটনা অনুধাবন করব। আমাদের প্রতিনিধি দলে রয়েছেন উচ্চপদস্থ প্রাক্তন আমলারা। ওখানে যা দেখবো তা সর্বভারতীয় সভাপতিকে জানাবো এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ও আমরা দলগতভাবে বিষয়টি জানাবো।”