বাংলার খবর
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ প্রশাসন, একাধিক এলাকা থেকে উদ্ধার তাজা বোমা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর নির্দেশের পরই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবারই রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’রাজ্যের প্রতিটা কোন থেকে অস্ত্রশস্ত্র আর বোমা উদ্ধার করতে হবে। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।” রাজ্যের পুলিশমন্ত্রীর তরফে এমন নির্দেশ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হল তাজা বোমা সহ একাধিক বেআইনী অস্ত্রসামগ্রী।
জানা গিয়েছে, শুক্রবার কেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকায় একটি জঙ্গল ও মাঠের মাঝে প্লাস্টিকের চারটি বালতি থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বালির মধ্যে ওই বোমা গুলি রাখা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সবগুলোই সক্রিয় বলেই দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় গত কয়েক দিন ধরে পুলিশের অভিযান চলছে বেআইনি অস্ত্র শস্ত্র ও বোমার সন্ধানে। তারপর শুক্রবার সকালে একটি নির্জন এলাকায় কেউ বা কারা গভীর রাতে ওই বোমা-গুলি রেখে গিয়েছে।বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এছাড়াও কে বা কারা এখানে বোমাগুলি রেখে গিয়েছে তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: বগটুইয়ে হত্যার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে এদিন সকালে বীরভূমের মাড়্গ্রামের ডাঙ্গাল এলাকা থেকে মোট ২০০টি তাকা বোমা উদ্ধার করেছে পুলিশ। বগটুই হত্যাকাণ্ডের পর একসঙ্গে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঐ এলাকায়। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
আরও পড়ুন: আনারুল হোসেন আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেফতার করতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, সোমবার বগটুইয়ে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”খুবই ভয়াবহ ঘটনা। ভাবতে পারেনি এরকম কোনও নৃশংস ঘটনা ঘটতে পারে। সারাবিশ্বে যুদ্ধ হচ্ছে আর এখানে অশান্তির আগুন লাগানো হচ্ছে । শুধু কয়েকটা লোকের জন্য এমন অশান্তি হচ্ছে। আনারুলকে গ্রেফতার করা হবে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যারা এই ঘটনা জেনেশুনেও পুলিশকে জানায়নি তাঁদের শাস্তি চাই। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেখানেই পালাক ধরে নিয়ে আসতে হবে। সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে।”
আরও পড়ুন: বগটুইকান্ডে তারাপীঠ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত আনারুল হোসেন
এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তারাপীঠ থেকে গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। বগটুই হত্যাকান্ডে গ্রেফতার মূল অভিযুক্তকে এদিন তারাপীঠ থানায় রাখা হয়েছে। এদিকে তৃণমূল নেতাকে গ্রেফতারের পরই তারাপীঠে চলল গুলি। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ঐ এলাকায়।