খেলা-ধূলা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে পয়েন্ট তালিকায় শীর্ষে কোহলিরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে নিজেদের অবস্থান আরও মজবুত করল ভারত। বিরাট কোহলিরা ৫৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে। চারটি টেস্ট খেলে এই পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। যদিও শতাংশের বিচারে সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা।
তিনটি টেস্ট খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৬ এবং দু’টি টেস্ট খেলে শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। অর্থাৎ শতাংশের বিচারে ভারত চার নম্বর স্থানে অবস্থান করছে। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ৩ টেস্ট খেলে ৩৬ পয়েন্ট অর্থাৎ ১০০ শতাংশ পয়েন্ট পেয়েছে, খেলেছে একটি সিরিজ। শ্রীলঙ্কা ২টি টেস্ট খেলে শতাংশ জিতে ২৪ পয়েন্ট পেয়েছে, খেলেছে একটি সিরিজ। তৃতীয় স্থানে থাকা পাকিস্তান ৩ টেস্টে ৭৫ শতাংশ জিতে ৩৬ পয়েন্ট পেয়েছে, খেলেছে ২টি সিরিজ।
চার নম্বরে ভারত তিনটি সিরিজ খেলে ৪ ম্যাচে ৬৪.২৮ শতাংশ জিতে ৫৪ পয়েন্ট পেয়েছে। এরপরে ৫ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে নিউজিল্যান্ড, সাতে ইংল্যান্ড, আটে দক্ষিণ আফ্রিকা এবং নয় নম্বরে বাংলাদেশ আছে। এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ প্রথমবার জিতেছিল নিউজিল্যান্ড। লর্ডসে ভারতকে ফাইনালে হারিয়ে এই খেতাব জেতে নিউজিল্যান্ড।