বাংলার খবর
প্রেম করব বিয়ে করব না, গ্রেফতার BJP নেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১০০ দিনের কাজের সুপারভাইজারের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করলেও বিয়েতে নারাজ। কাঠগড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। পুলিশ জানিয়েছেন অভিযুক্ত ওই BJP পঞ্চায়েত সদস্যের নাম জগদীশ রায়। তার বিরুদ্ধে একশো দিনের কাজের সুপারভাইজারের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরির অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধৃত জগদীশ রায় ধূপগুড়ির ধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের চড়চড়াবাড়ি এলাকায় বিজেপির পঞ্চায়েত সদস্য। তার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সুপারভাইজার ওই মহিলা।
আরও পড়ুন: ‘মোদি সরকার গরিবের সরকার’, গুজরাটের মঞ্চ থেকে বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর
জানা গিয়েছে, কিছুদিন আগে ওই পঞ্চায়েত এলাকায় জগদীশ রায় ১০০ দিনের কাজের দায়িত্বে ছিলেন। সেই কাজের জায়গাতেই ওই মহিলার সঙ্গে আলাপ হয় জগদীশের। এরপর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বৃহস্পতিবার বিয়ের দাবি নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যর বাড়িতে ধর্ণায় বসেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিশ জগদীশকে গ্রেফতার করেছে।
এদিকে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় BJP পঞ্চায়েত সদস্যকে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। যদিও জগদীশ রায় জানান, তার সঙ্গে মহিলাটির বন্ধুত্বের সম্পর্ক ছিল। এর বেশি কিছু নয়। সন্দেহের বশেই মহিলার বাড়ির লোকেরা অত্যাচার করত।
আরও পড়ুন: বেছে-বেছে মহিলাদের খুন করাই নেশা, যাবজ্জীবন কারাদণ্ড সিরিয়াল কিলারের
জগদীশ রায় বলেন, “আমি একজন জনগণের প্রতিনিধি। আমার কাছে ও কাজের জন্যেই এসেছিল। এরপর আমি কাজের ব্যাপারে সাহায্য করি। কিন্তু আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি বিষয়টি প্রশাসনের ওপর ছেড়েছি। তাঁরা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন।” শুক্রবার ধৃতকে ধূপগুড়ি (Dhupguri) থানার পুলিশ জলপাইগুড়ি আদালতে পাঠায়।