মণিপুর ধসে প্রাণ গিয়েছে সেনা জওয়ানের, ঘরে ফিরল প্রীতমের নিথর দেহ
Connect with us

বাংলার খবর

মণিপুর ধসে প্রাণ গিয়েছে সেনা জওয়ানের, ঘরে ফিরল প্রীতমের নিথর দেহ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মণিপুর ধসের বলি বাংলার জওয়ান। মঙ্গলবার চোখের জলে শহিদ জওয়ানকে শেষ বিদায় জানালেন বালিয়াবাসী। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

জানা গিয়েছে, গত বুধবার রাতে মণিপুরে হঠাৎ ধস নামে। ৪ দিন নিখোঁজ থাকার পর প্রীতমের মৃতদেহ উদ্ধার হয়। সোমবার গভীর রাতে মৃত জওয়ানের কফিন বন্দি দেহ এসে পৌঁছয় খড়গ্ৰামের বালিয়া গ্রামে। মঙ্গলবার সকালে তারঁ দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন প্রীতমের মা সহ পুরো গ্ৰামবাসী। পরে সেনাবাহিনীর আধিকারিকেরা ও কান্দি প্রশাসনের যৌথ উদ্যোগে গ্রামের একটি মাঠে সেনাবাহিনীর জওয়ানরা গান স্যালুট দিয়ে শহিদ প্রীতম দত্তকে শেষ সম্মান ও শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: বেকারেরশ্বর বাবার মন্দিরের চায়ের দোকানে কাজ করলেই মেলে চাকরি!

Advertisement

জানা গিয়েছে, এরপর রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে প্রীতমের দেহ শোক মিছিল করে সৎকার করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়। গত ২৯ জুলাই মণিপুরে ডিউটিতে যোগের আগে মায়ের সঙ্গে ফোনে শেষবারের মতন কথা বলেন প্রীতম। জানা গিয়েছে, ধসের কবলে পড়ে টি আর্মির ১০৭ নাম্বার ব্যাটেলিয়ান।

আরও পড়ুন: গরম থেকে মুক্তি, ভিজতে চলেছে দক্ষিণের জেলা

জানা গিয়েছে, চার দিন ধরে চলে উদ্ধারের কাজ। গত রবিবার প্রীতমের বাড়িতে খবর আসে তাঁর মৃত্যু হয়েছে। মৃত প্রীতমের পরিবার পরিবাররা জানাচ্ছেন, নিজের দক্ষতায় চার বছর আগেই টি আর্মির চাকরিতে যোগ দিয়েছিলেন প্রীতম দত্ত। অত্যন্ত দক্ষ ও দৌড়ে অত্যন্ত আকর্ষণীয় যুবক ছিল প্রীতম একসময় হরিণের সঙ্গে দৌড়েও জয়ী হয়েছিলেন খড়গ্রাম থানার বালিয়া গ্রামের তরুণ সেনা জোয়ান শহিদ প্রীতম দত্ত।

Advertisement