International Nurses Day 2022: জলপাইগুড়িতে স্মরণ লেডি উইথ দ্য ল্যাম্প'কে
Connect with us

বাংলার খবর

International Nurses Day 2022: জলপাইগুড়িতে স্মরণ লেডি উইথ দ্য ল্যাম্প’কে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হল জলপাইগুড়িতে। ১৮২০ ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম নেয় এক শিশু, পরবর্তীতে যিনি বর্তমান ‘নার্স’ এই শব্দটির প্রকৃত মুখ বা পাইওনিয়ার হয়ে উঠে ছিলেন। যার নাম ফ্লোরেন্স নাইটঙ্গেল ডাক নাম ‘লেডি উইথ দ্য লাম্প।’ 

প্রতি বছর ১২ মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক নার্সেস দিবস হিসেবে।
বৃহস্পতিবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ, নার্সিং ট্র্নিং সেন্টার সহ জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় আন্তর্জাতিক নার্স ডে।

আরও পড়ুন: মেয়রের নিশানায় মেট্রো কর্তৃপক্ষ, ডিজি বিল্ডিঙের নেতৃত্বে এক্সপার্ট কমিটি

Advertisement

এই উপলক্ষ্যে নার্সদের পাইওনিয়ার ফ্লোরেন্স নাইটএঙ্গেলের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রদীপ জ্বালিয়ে স্মরণ করা হয় এই মানবতার প্রতীককে। ওনার দেখানো সেবার পথে নিজেদের নিয়োজিত রাখার শপথ নেন কর্মীরা।

আরও পড়ুন: কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু তুলে নিয়ে যাচ্ছে’, বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী

এই প্রসঙ্গে, জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট বলেন, ”আজকের দিনে ওনাকে স্মরণ করে ওনার দেখানো পথে আমরা যেন আরও ভালো পরিষেবা দিতে পারি তারই প্রার্থনা করছি।” 

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.