মেয়রের নিশানায় মেট্রো কর্তৃপক্ষ, ডিজি বিল্ডিঙের নেতৃত্বে এক্সপার্ট কমিটি
Connect with us

বাংলার খবর

মেয়রের নিশানায় মেট্রো কর্তৃপক্ষ, ডিজি বিল্ডিঙের নেতৃত্বে এক্সপার্ট কমিটি

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  বুধবার রাতেই ২০১৯ এর আতঙ্ক ফিরেছে ২০২২এ। মেট্রোর কাজ চলাকালীন বুধবার সন্ধ্যার পর থেকে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। আতঙ্কে ঘর ছাড়ে অনেক পরিবার। বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ও, বিধায়ক তাপস রাস, মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

ক্ষতিগ্রস্ত বাড়িগুলো ঘুরে দেখার পর গোটা ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষের ঘাড়েই দোষ চাপিয়েছেন কলকাতার মেয়র। সেইসঙ্গে যে সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা এখনও বাড়ি ছাড়েননি, তাদেরকেও দ্রুত হোটেলে স্থানান্তরিত করার জন্য পুলিশ কমিশনারকে নির্দেশ দেন তিনি। এবং যে সমস্ত বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখার জন্য ডিজি বিল্ডিং-এর নেতৃত্বে একটি এক্সপার্ট কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই কমিটির রিপোর্ট এবং নকশা নিয়ে দু-একদিনের মধ্যেই মুখ্য সচিব, রেল কর্তৃপক্ষ, কেএমআরসিএল, স্থানীয় কাউন্সিলর, বিধায়ক এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে মিটিং করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র।

বৃহস্পতিবার সকালে বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করার পর মেয়র বলেছেন, ‘দু বছর ৯ মাস আগে যখন মেট্রোরেল ও কেএমআরসিএল কাজ করতে গিয়ে প্রথম ফাটল ধরার বিষয়টি উঠে আসে, সেই সময়ে বেশ কিছু মানুষকে স্থানান্তর করতে হয়। সেই সময়ে বিভিন্ন ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয় নিয়ে কথা হয়েছিল কলকাতা পুরসভা সঙ্গেও। মেট্রোরেলের পক্ষ থেকে বলা হয়েছিল এই এলাকার পুরো ইঞ্জিনিয়ারিংয়ের দায়দায়িত্ব তাদের। ফের মেট্রো রেলের কাজ চলাকালীন এ ধরনের ফাটলের ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ওরা দায়িত্বহীনের মতো কাজ করেছে। বাড়িগুলো কতটা নিরাপদ তা খতিয়ে দেখতে ডিজি বিল্ডিংয়ের নেতৃত্বে একটি এক্সপার্ট কমিটি আমরা তৈরি করেছি। আজকেই তারা কাজ শুরু করবে। খুব শীঘ্রই তারা রিপোর্ট দিয়ে দেবে। সেই রিপোর্ট এবং বাড়ির নকশা নিয়ে আমরা মুখ্য সচিব পর্যায়ে আলাপ আলোচনা করব শীঘ্রই। আজ অথবা কাল নবান্নে সেই মিটিং হবে। সেখানে মেট্রোরেল এবং কেএমআরসিএল কর্তৃপক্ষকেও রাখা হবে। কলকাতা পুলিশ, কলকাতা পুরসভাও এই বৈঠকে থাকবে। কাজের পদ্ধতি ও ইঞ্জিনিয়ারিং গাফিলতি আছে কিনা ও আর কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।’

Advertisement

নতুন করে যাদের বাড়িতে ফাটল ধরেছে এবং যাদেরকে স্থানান্তর করা হয়েছে তাদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়েও আলোচনা করা হবে বলেও এ দিন জানান ফিরহাদ হাকিম। এবং যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হোটেলে রাখা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.