জীবনের শেষ সভা করেছিলেন এই জেলাতেই, পালিত হচ্ছে নেতাজির পদার্পন দিবস
Connect with us

বাংলার খবর

জীবনের শেষ সভা করেছিলেন এই জেলাতেই, পালিত হচ্ছে নেতাজির পদার্পন দিবস

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পদার্পন দিবস। ১৯৪০ সালের ১২ মে ঝাড়গ্রাম শহরের দূর্গা ময়দানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

এখানে এসে তিনি দুর্গা ময়দানে একটি সভা করেছিলেন। সেটাই ছিল ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর শেষ সভা। সভা শেষ করার পর ভারতের মুক্তি সংগ্রামের জন্য অনন্ত যাত্রার পথে বেরিয়ে পড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। যিনি আজও ফিরে আসেননি। তাই প্রতিবছর ঝাড়গ্রাম শহরের দুর্গা ময়দান ক্লাবের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝাড়গ্রামে পদার্পণ দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।

আরও পড়ুন: মেয়রের নিশানায় মেট্রো কর্তৃপক্ষ, ডিজি বিল্ডিঙের নেতৃত্বে এক্সপার্ট কমিটি

Advertisement

বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ঝাড়গ্রামে ৮৩ তম বর্ষ পদার্পন দিবস উদযাপন উপলক্ষে নেতাজী সুভাষচন্দ্র বসুর আবক্ষ আবরণ মূর্তির উন্মোচন করা হয় । সেই সঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দফতরের মন্ত্রী অখিল গিরি। মৎস্য মন্ত্রী অখিল গিরির কাছে সংগঠনের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক ঝাড়গ্রাম শহরের দুর্গা ময়দান প্রাঙ্গণে একটি মিউজিয়াম তৈরি করার দাবি জানানো হয়।

কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু ঝাড়গ্রাম দুর্গা ময়দানে শেষ সভা করেছিলেন । তাই দুর্গা ময়দান ক্লাবের পক্ষ থেকে তাঁর স্মৃতি আজও বহন করে চলেছেন ক্লাবের সদস্যরা। সেই জন্য ঝাড়্গ্রাম দুর্গা ময়দানে একটি মিউজিয়াম তৈরি করা হলে সেখানে সুভাষচন্দ্র বসুর অজানা অনেক কিছুই থাকবে বলে তারা জানান। মন্ত্রী অখিল গিরি বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।

আরও পড়ুন: ‘কেন্দ্র টাকা দিচ্ছে না, কিন্তু তুলে নিয়ে যাচ্ছে’, বঞ্চনা নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী

Advertisement

নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তির উন্মোচন করে মন্ত্রী বলেন, ”ঝাড়্গ্রাম দুর্গা যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি সম্মান জানানোর জন্য ঝাড়গ্রাম দুর্গা ময়দান ক্লাবের তিনি প্রশংসা করেন।” 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.