দেশের খবর
বলিউড-টলিউডেও বাড়ছে সংক্রমণ, করোনা পজেটিভ রাজ, শুভশ্রী, পরমব্রত! সপরিবারে আক্রান্ত গায়ক সোনু নিগম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বলিউড এবং তোর টলিউডেও জাঁকিয়ে বসেছে করোনা। বাংলা এবং মুম্বইয়ের একাধিক অভিনেতা, অভিনেত্রী পরিচালক, সংগীতশিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। এবার সেই তালিকাটা আরও দীর্ঘ হল। আবারও করোনায় আক্রান্ত হলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং তাঁর অভিনেত্রী স্ত্রী শুভশ্রীশুভশ্রী গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার রাতেই করে নিজেদের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ব্যারাকপুরের বিধায়ক রাজ। দু’জনেই বাড়িতে নিভৃতাবাসে রয়েছেন। তবে এর আগেও করণায় আক্রান্ত হয়েছিলেন রাজ এবং শুভশ্রী। ২০২০ সালের আগস্টে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ। আর গতবছর বিধানসভা নির্বাচনের সময় এপ্রিলে পজেটিভ এসেছিলেন শুভশ্রী। রাজ টুইটারে লিখেছেন, ‘শুভশ্রী এবং আমি কোভিড পজেটিভ। আমরা বাড়িতেই নিভৃতাবাসছ আছি। দয়া করে সকলে সাবধানে থাকুন, মাস্ক পরুন এবং কোভিড বিধি মেনে চলুন।’ করোনা আক্রান্ত হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তিনিও নিজে টুইট করে একথা জানিয়েছেন। মঙ্গলবার শিশিরমঞ্চে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক বৈঠকেও উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন, ‘২৭ ডিসেম্বর মুম্বইয়ে থাকাকালীন মৃদু উপসর্গ ছিল।
কিন্তু করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এর পর ৩০ ডিসেম্বর কলকাতায় ফিরি। ২ জানুয়ারির মধ্যে আর কোনও উপসর্গ ছিল না। কিন্তু আগের দিন একটি রুটিন টেস্ট করিয়েছিলাম। এখন সেই রিপোর্ট পজেটিভ এসেছে।’ শুধু টলিউড নয়, বলিউড থেকেও এসেছে করোনা সংক্রমণের খবর। সপরিবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউড গায়ক সোনু নিগম। টুইট করে সোনু নিজেই এই কথা জানিয়েছেন। সোনু ছাড়াও কোভিডে আক্রান্ত তাঁর স্ত্রী মধুরিমা নিগম এবং ছেলে নীভম। এই মুহূর্তে সোনু পরিবারের সঙ্গে দুবাইয়ে রয়েছেন। সেখানে বাড়িতেই নিভৃতাবাসে রয়েছেন। মৃদু উপসর্গ থাকলেও তাঁরা প্রত্যেকেই ভালো আছেন বলেও সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় জানিয়েছেন বলিউড গায়ক। আগামী কয়েকদিনের মধ্যেই ভুবনেশ্বরের একটি রিয়ালিটি শোয়ের শুটিং করতে দেশে আসার কথা ছিল সোনুর।
ভিডিওবার্তায় সোনু বলেছেন, ‘আমি বর্তমানে দুবাইয়ে রয়েছি। দেশে ফেরার কথা ছিল। ভুবনেশ্বরে একটি রিয়ালিটি শোয়ের শ্যুটিংয়ের কথা রয়েছে। কিন্তু কোভিড পজেটিভ ধরা পড়ায় আপাতত নিভৃতবাসেই রয়েছি। যতবার পরীক্ষা করিয়েছি, তত বারই রিপোর্ট পজেটিভ এসেছে। আমি সুস্থ আছি। কিন্তু আমার জন্য যাঁদের ক্ষতি হল তাঁদের জন্য খারাপ লাগছে।’ অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’ তেও আবার হানা দিয়েছে করোনা। বিগ-বি-এর বাড়ির এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। ২ জানুয়ারি অমিতাভের বাড়ির ৩১ জন কর্মীর করোনা টেস্ট করা হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। টুইটারে অমিতাভ লিখেছেন, ‘বাড়ির কোভিড পরিস্থিতি সামলাচ্ছি। আপনাদের সঙ্গে আবার পরে কথা হবে।’ ২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন অমিতাভ, তাঁর পুত্র অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং নাতনি আরাধ্যা।