দেশের খবর
বলিউড, টলিউডেও করোনার থাবা! করোনা পজেটিভ সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, ম্রুনাল ঠাকুর, নোরা ফতেহি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের প্রথম দিনেই বলিউড, টলিউডেও থাবা বসাল করোনা। শনিবার করোনা আক্রান্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। দু’জনেই টুইট করে নিজেদের করোনা পজেটিভ হওয়ার কথা জানিয়েছেন।
এছাড়াও করোনা পজেটিভ এসেছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী এবং তাঁদের মা তথা পরিচালক শতরূপা সান্যালও। এছাড়াও ঋতাভরীর সহকারী মধুজাও আক্রান্ত হয়েছেন। বড়দিনে বাড়িতে পার্টি দিয়েছিলেন শতরূপা। সেখান থেকেই তাঁরা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। বলি ও টলিউডের প্রখ্যাত সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা টুইটারে জানানোর পাশাপাশি সকলকে সতর্ক করে দিয়ে লিখেছেন, ‘আমি কোভিড পজেটিভ হয়েছি। আমার মৃদু উপসর্গ রয়েছে। কিন্তু আমি ভালো আছি। নিভৃতাবাসে রয়েছি।
আমার চিকিৎসকদের দেওয়া বিধি মেনেই চলছি। যদি কেউ আমার সংস্পর্শে এসে থাকেন তাহলে দয়া করে দ্রুত টেস্ট করিয়ে নিন।’ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ‘আমি কোভিড পজেটিভ হয়েছি এবং নিজেকে সকলের থেকে আলাদা করে নিয়েছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে তাঁরা কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।’ টলিউডের পাশাপাশি বলিউডেও কোভিডে করোনা আক্রান্ত হয়েছেন একাধিক তারকা। করিনা কাপুর, অর্জুন কাপুর, রিয়া কাপুর, অংশুলা কাপুর, অমৃতা অরোরা থেকে শুরু করে নোরা ফতেহি, ম্রুনাল ঠাকুরের মতো বলিউডের এক ঝাঁক অভিনতা, অভিনেত্রী করোনায় আক্রান্ত।নতুন বছরের প্রথম দিনেই করোনায় আক্রান্ত হয়েছেন ‘ধমাকা’, ‘জার্সি’-র নায়িকা ম্রুনাল ঠাকুর।
তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি কোভিড পজেটিভ। মৃদু উপসর্গ রয়েছে। আপাতত ভালোই আছি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্যবিধি মেনে চলছি। গত কয়েক দিনে যাঁদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাঁদের অনুরোধ করছি, দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নিন।’ শাহিদ কাপুরের সঙ্গে অভিনীত ম্রুনালের ছবি ‘জার্সি’ মুক্তি পাওয়ার কথা ছিল গত ৩১ ডিসেম্বর। কিন্তু করোনার বাড়বাড়ন্তের জন্য ছবিটির মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ২০২০ সালের অগস্ট মাসে মুক্তি পাওয়ার কথা ছিল ‘জার্সি’র। তখনও করোনার দাপটে ছবিটি ২০২১ সালের দীপাবলিতে মুক্তি পাবে বলে ঘোষণা হয়। আবারও সেই তারিখ পিছিয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল।
কিন্তু এবারও করোনা ও ওমিক্রনের দাপাদাপির কারণে ‘জার্সি’-এর মুক্তি পিছিয়ে গেল। করোনা আক্রান্ত হয়ে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন আরেক বলিউড অভিনেত্রী নোরা ফতেহি। নোরার মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘২৮ ডিসেম্বর নোরার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। কোভিড বিধি মেনে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে নোরা নিভৃতবাসে রয়েছেন। নিয়ম এবং সাবধানতা মেনে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও সাহায্য করছেন তিনি।’
এরপর নোরাও নিজেও তাঁর ভক্তদের কোভিড আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমি কোভিডের সঙ্গে লড়াই করছি। কোভিড আমাকে বড় ধাক্কা দিয়েছে। কয়েক দিন ধরেই শয্যাশায়ী ছিলাম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছি। সকলে দয়া করে সাবধানে থাকুন। মাস্ক পরুন। সকলেরই এই রোগ হতে পারে। আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। নিজের স্বাস্থ্যকে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। সকলে নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন।’