দেশের খবর
পাচারের আগেই উদ্ধার চিতাবাঘ, প্যাঙ্গোলিনের চামড়া! ধৃত ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং রাজ্য পুলিশের সহযোগিতায় বড়সড় সাফল্য পেল লাটাগুড়ি রেঞ্জের বন কর্মীরা। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জের রেঞ্জার শুভ্র শঙ্খ দত্তর নেতৃত্বে বনরুই (প্যাঙ্গোলিন) ও চিতা বাঘের চামড়া সহ দুই চোরাচালানকারীকে হাতেনাতে পাকড়াও করলেন বনকর্মীরা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরে ক্রেতা সেজে সাদা পোশাকে বনকর্মীরা ওঁত পেতে ছিল। সে সময় ভুটান থেকে ডুয়ার্সে পাচার হওয়ার পথে জলপাইগুড়ি বাতাবাড়ি এলাকায় হাতেনাতে দু’জন পাচারকারী সমেত বন্য জন্তুর চামড়া আটক করা হয়। বুধবার তাঁদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
জানা গিয়েছে, ওই দু’জন পাচারকারী আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত। ভুটানের দালালের সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বলেও বনদফতর সূত্রে খবর। ধৃতরা হলেন অনীল নায়েক (৩১), প্রসাদ ওঁরাও (৩২)। ধৃতদের বাড়ি ডুয়ার্সের নাগরাকাটা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার করার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বনদফতর জানিয়েছে।