দেশের খবর
২২ বছর বয়সেই বাগদান সেরে নিয়েছিলেন আলিয়া, আর এর জন্য তাকে পড়তে হয় অনেক কটাক্ষের মুখে

বেঙ্গল এক্সপ্রেস: আলিয়া ২২ বছর বয়সেই বাগদান সেরে নিয়েছিলেন। তবে আপনারা যে আলিয়া কথা ভাবছেন এই আলিয়া সেই আলিয়া নয়। এই আলিয়া হল বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। তিনি বলিউডে অন্যান্য সেলিব্রেটিদের মতো চর্চায় না থাকলেও ইউটিউবে একজন নামিদামি ইনফ্লুয়েন্সের।
আলিয়া বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করে আর সে ব্লগের মাধ্যমে নিজের জীবনের নানা বিষয় সকলের সঙ্গে শেয়ার করে নেন। তেমনি প্রেমিক সেন গ্রেগুয়ার এর সঙ্গে বাগদানের খবর প্রকাশ্যে আসতে না আসতেই তিনি একদিকে যেমন ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছেন অপরদিকে তেমনি কটাক্ষের ও শিকার হতে হয়েছে। আর এই ইনফ্লুয়েন্সর আলিয়া সেই সব কটাক্ষের জবাব দিতে তৈরি করেছেন আরেকটি ব্লগ। সেই ব্লগে আলিয়া জানান, তিনি তার এংগেজমেন্ট এর পোস্টে সব ধরনের কমেন্ট পড়েছেন। পজিটিভ নেগেটিভ দুটোই। যদিও আলিয়ার নেগেটিভ কমেন্ট খুব একটা গায়ে মাখেন না। আলীয়ার কথায় এটা আমার জীবন যদি মনে হয় আমি তৈরি তাহলে আমি তৈরি।
আরও পড়ুন-পৃথিবীর দিকে ঘনিয়ে আসছে বিপদ! দুটি গ্রহাণু আছড়ে পড়বে পৃথিবীর উপরে বলে জানিয়েছেন-NASA
আমরা বিগত তিন বছর ধরে সম্পর্কে রয়েছি এবং গত ছয় মাস ধরে আমরা লিভিং করছি। পরিস্থিতি ঠিক থাকলে সব ঠিক এখানেই থেমে থাকেন নাই youtube ইনফ্লুয়েন্সার আলিয়া কাশ্যপ। তিনি আরো বলেছেন যে, “মুঝে কই ফারাক নেহি পাড়তা, কই মেরে বারে মে কেসা সোচতা হে”। আমি জানি আমার বয়স অল্প, তাতে কিছু যায় আসে না আমরা দুজনেই এই সম্পর্কে ভালো আছি আর ও আমার সোলমেট। আর এই বিষয়ে প্রেমিকা আলিয়ার পাশে দাঁড়িয়েছেন প্রেমিক শেন। প্রেমিক শেন বলেছেন, ” আমি মনে করি না এই বিষয় নিয়ে কথা বলা দরকার”।
এটা লোকজনের বোকামি যে এই বিষয়কে তারা এতটা বড় করে দেখছে। আলিয়া ও শেন প্রথম দেখাতেই তারা ঠিক করে নিয়েছিল যে তারা একসাথে এগিয়ে যাবে আর সেই অনুযায়ী তারা এখনো একইভাবে এগিয়ে যাচ্ছে। শেষে ইউটিউবার আলিয়া জানান বয়স কখনো এই ধরনের কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে না এখানে একমাত্র গুরুত্বপূর্ণ হল মানসিকতা ও চিন্তাভাবনা কোন মেয়েকে ২০ বছরের বিয়ে করার পরামর্শ দেন নি তিনি নিজে করেছেন এখানে। তাছাড়াও এটা তার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত অন্যদের নাক গলানো তার পছন্দ না।
আর তাছাড়াও তিনি সম্পর্ক নিয়ে কোনোদিন লুকোচুরি খেলেন নি। প্রথম থেকে প্রকাশ্যে প্রেমের উদযাপন করতেই দেখা যায় তাকে। বলিউডে পরিচিতি না থাকলেও youtube এ তিনি বেশ পরিচিত। আর এই বাগদান সেরেমনি তিনি বালিতে গিয়ে বেশ বড় করেই সেরেছেন। আর এনগেস্তেরেমনির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলিয়া ক্যাপশনে লেখেন “তুমি আমার জীবনের ভালোবাসা”, “ধন্যবাদ এমন ভালোবাসা দিয়ে আমার জীবনটা ভরিয়ে দেওয়ার জন্য”, ‘তোমার প্রস্তাবে হ্যাঁ বলাটা জীবনে সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল”। “তোমার সঙ্গে সারাটা জীবন কাটানোর অপেক্ষায় রইলাম”। আমি আর এই ছবিতে বাবা অনুরাগ কমেন্ট করেছে “আমার মেয়ে এত বড় হয়ে গেল ,সে এখন কারো বাগদত্তা”। বিয়ের প্রসঙ্গ উঠলে আলিয়া জানান, ২০২৫ এ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তারা তাদের এই সিদ্ধান্তে দুই পরিবারের সম্পূর্ণ সমর্থন রয়েছে।