দেশের খবর
কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলেই প্রতিমাসে পেতে পারেন ৮ হাজার টাকা করে পেনশন
আপনার যদি মনে হয় আপনি দশ বছরের জন্য ইনভেস্ট করবেন তাহলে ১০ বছর পর মোট যত টাকা ইনভেস্ট করেছেন তার পুরোটাই ফেরত পেয়ে যাবেন।

ডিজিটাল ডেস্ক : কেন্দ্র সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প মানুষের জন্য নিয়ে এসেছে। যা সাধারণ মানুষের জন্য অনেক উপযোগী প্রমাণিত হয়েছে। তেমনি এক নতুন প্রকল্প নিয়ে নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এই প্রকল্পের সঙ্গে জুড়তে ও সবিস্তরে জানতে হলে শেষ অব্দি আপনাকে থাকতে হবে আমাদের সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক প্রকল্প সম্পর্কে। জানেন এই প্রকল্পের নাম কি: এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রীর বয়: বন্দনা যোজনা। স্কিমের সঙ্গে জড়িত হলে আপনি কি কি সুবিধা পেতে পারেন? এই স্কিমের সঙ্গে জড়িত হলে আপনি পেয়ে যাবেন গ্যারান্টি সহিত পেনশন। আপনি আপনার ইচ্ছামত পেনশন তুলতে পারেন। আপনি মাসিক ত্রয় মাসিক ও বার্ষিক তিন উপায়ও পেনশন তুলতে পারেন। আর এই স্কিমটি চালাচ্ছে ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)।
আরও পড়ুন – আপনি কি জানেন এটা কি ? আগে কখনো দেখা যায়নি
আগে ৭ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা গেলেও এখন সেই পরিমাণ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এখন আপনি এই স্কিমে 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে আট হাজার টাকা পেনশন পাবেন। এই প্রকল্পতে ৭.৪০ শতাংশ সুদ পাওয়া যাবে। এক্ষেত্রে অবশ্য দুজনকে 6 লক্ষ টাকা করে বিনিয়োগ করতে হবে। সবচেয়ে বড় খবর হলো এই যে আপনার বিনিয়োগ করা টাকা ফেরত পেয়ে যাবেন।
আপনার যদি মনে হয় আপনি দশ বছরের জন্য ইনভেস্ট করবেন তাহলে ১০ বছর পর মোট যত টাকা ইনভেস্ট করেছেন তার পুরোটাই ফেরত পেয়ে যাবেন। আর ততদিন পেয়ে যাবেন মাসিক পেনশন। ইনভেস্ট করার জন্য আপনাকে ৬০ ও তার বেশি বয়স হওয়া জরুরী। আপনিও আপনার স্ত্রী দুজনে মিলেই একসাথে ইনভেস্ট করতে পারেন। প্রকল্পের সময়সীমা ৩১শে মার্চ পর্যন্ত তাই তাড়াতাড়ি নাম নথিভুক্ত করুন।