Delhi Earthquake :জোরালো ভূমিকম্পে হটাত কেঁপে উঠল রাজধানী দিল্লি
Connect with us

দেশের খবর

জোরালো ভূমিকম্পে হটাত কেঁপে উঠল রাজধানী দিল্লি

মঙ্গলবার দুপুর ঠিক ২টো ২৮ মিনিটে ভুমি কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা,  সহ গাজিয়াবাদ, এবং লখনউয়ের বেশ কিছু এলাকায়

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-NCR
Rate this post

ডিজিটাল ডেস্ক: বেশ জোরালো ভূমিকম্পে হটাত কেঁপে উঠল রাজধানী দিল্লি সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা। এদিনের ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ছিলো ৫.৮।  দুপুর আড়াইটে নাগাদ এই ভুমিকম্পন অনুভূত হয়।

সংবাদ সংস্থা এএনআই (ANI) -এর খবর অনুযায়ী, ২৪ শে জানুয়ায়ী ২০২৩ মঙ্গলবার দুপুর ঠিক ২টো ২৮ মিনিটে কম্পন অনুভূত হয় দিল্লি, নয়ডা,  সহ গাজিয়াবাদ, এবং লখনউয়ের বেশ কিছু এলাকায়।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সংস্থার তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তের কাছে কালিকা এলাকার ১০ কিলোমিটার গভীরে। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন দিল্লি ও গ্রেটার নয়ডার বাসিন্দারা । সেখানে কম্পনের সময়ের মুহূর্ত ধরা পড়েছে । কম্পন অনুভূত হয় অন্তত ১৫ থেকে ২০ সেকেন্ড পর্যন্ত  । যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই এই কম্পনে ।

Continue Reading
Advertisement