দেশের খবর
সুতি থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার! গ্রেফতার এক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জাল নোটের নেটওয়ার্ক নিস্ক্রিয় করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ এবং সেনাবাহিনী। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে জাল নোট চক্র। প্রায়ই খবর পাওয়া যায়, বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ জাল নোট উদ্ধার করেছে।
জাল নোটের বিরুদ্ধে পুলিশের এত সক্রিয়তা সত্ত্বেও জাল নোটের আমদানি চলছে। বিভিন্ন নেটওয়ার্ক এখনও সক্রিয়। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ এবং সুতি থানা পুলিশের যৌথ তৎপরতায় বিপুল পরিমান জালনোট সহ গ্রেফতার এক যুবক। বুধবার রাতে সুতি থানার সাজুর মোড় ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে।
ধৃত যুবকের বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। ধৃতের কাছ থেকে মোট ১ লক্ষ ৩৬ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। কী উদ্দেশ্যে এবং কোথা থেকে নিয়ে এসে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই জালনোট, তা খতিয়ে দেখছে এসটিএফ এবং সুতি থানার পুলিশ। যদিও তদন্তের স্বার্থে ধৃতের নাম প্রকাশ করেনি পুলিশ।