বাংলার খবর
কলকাতা থেকে লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেফতার দুই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জালনোট সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ইস্টার্ন কমান্ডের সেনা গোয়েন্দা ও কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের যৌথ উদ্যোগে পূর্ব কলকাতার প্রগতি ময়দান এলাকায় হানা দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন বারাসতের বাসিন্দা মহসিন খান ওরফে বাবু ও নিমতিতার বাসিন্দা তনয় দাস।
তাঁদের কাছ থেকে ৫ লক্ষ ৬৪ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বুধবার ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হলে তাঁদের আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সেনা গোয়েন্দাদের কাছে খবর যায়, কলকাতায় প্রচুর জাল নোট পাচার করতে এসেছে উত্তর ২৪ পরগনার দুই কুখ্যাত জাল নোট পাচারকারী। সেইমতো সেনা গোয়েন্দা ও এসটিএফের টিম প্রগতি ময়দান এলাকার বাইপাসের উপর ক্যাপ্টেন ভেড়ির কাছে ফাঁদ পাতে। এরপরই গোয়েন্দাদের হাতে ধরা পড়ে দুই পাচারকারী। তাঁরা ওড়িশা থেকে কলকাতায় ওই জাল নোট নিয়ে এসেছে বলে দাবি পুলিশের। ঘটনার তদন্ত চলছে।