দেশের খবর
প্রার্থী ঘোষণা হতেই শিলিগুড়িতে পদ্ম শিবিরে বাড়ছে ক্ষোভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরই ক্ষোভ আছড়ে পড়ল বিজেপি দফতরে। দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার সামনেই টিকিট না পেয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ বিজেপি সমরথকরা।
যদিও বিক্ষোভকে আমল দেয়নি বিজেপি নেতৃত্ব। এবার বিজেপি থেকে কোন ওয়ার্ডে কে প্রার্থী হন, সেদিকে নজর ছিল সব মহলেরই। প্রার্থী তালিকায় সিপিএমের ১০ বছরের কাউন্সিলর শালিনী ডালমিয়াকে এনে চমক দিয়েছিল গেরুয়া শিবির। প্রার্থী হয়েছেন বাম-কংগ্রেস-তৃণমূল ঘুরে আসা দীর্ঘ দিনের কাউন্সিলর নান্টু পালও। ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষও। এপর্যন্ত সব ঠিকই ছিল।
কিন্তু পার্থী তালিকা নিয়ে ক্ষোভই পরিস্থিতি কিছুটা ঘোরালো করে তুলল বলে মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা নির্বাচনের হিসেবে শিলিগুড়িতে এগিয়ে আছে বিজেপি। ফলে টিকিটের প্রত্যাশা ছিল অনেকের মধ্যেই। বৃহস্পতিবার এক দফাতেই সব প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। ফলে নতুন করে কারও ভাগ্যে শিকে ছেড়ার সুযোগ নেই। ফলে যাঁরা মনে মনে টিকিটের প্রত্যাশা করেছিলেন টিকিট না পেয়ে তাঁরা ক্ষুব্ধ হন। যদিও বিক্ষোভে আমল দিতে চাননি বিজেপি বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান, ‘অনেকের প্রত্যাশা থাকে। সব প্রত্যাশা না মিটলে ক্ষোভ স্বাভাবিক। বিষয়টা অত গুরুত্বপূর্ণ নয়।’