বাংলার খবর
ধানক্ষেতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! আহত ১২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২জন যাত্রী। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বাবুরবান্ধ বাসস্ট্যান্ড মোড় এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি গলসির পারাজ থেকে বোলপুরের দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। পথে বাবুরবান্ধ বাসস্ট্যান্ডের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসের চাকা কাদায় পিছলে পালটি খেয়ে পাশের ধানের জমিতে উল্টে যায়। খবর পেয়ে আউশগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে বন নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।