পৃথিবীর কোন দেশের মুদ্রা তে রয়েছে ভগবান শ্রী রামের ছবি??
Connect with us

বিদেশের খবর

পৃথিবীর কোন দেশের মুদ্রা তে রয়েছে ভগবান শ্রী রামের ছবি??

গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিস এই দেশকে নিয়ন্ত্রণ করছেন একজন নিউরালিস্ট

Dwip Narayan Chakraborty

Published

on

রাম রাজ্য
5/5 - (2 votes)

বেঙ্গল এক্সপ্রেস: আপনি কি জানেন পৃথিবীর কোন দেশের মুদ্রাতে ভগবান রামের ছবি রয়েছে। এবং কোথায় রয়েছে সেই দেশ সবকিছু জানাবো বিস্তারিত।

 

ইউ এস এর ( USA- lowa state) লোয়া স্টেট এ এমন একটি দেশ রয়েছে যেটা পুরো হিন্দু রাষ্ট্র। এটা হয় গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিস ( global country of world peace) এই দেশকে নিয়ন্ত্রণ করছেন একজন নিউরালিস্ট টনি নাডের (Tony Nader)। সেই দেশে সংস্কৃতে কথা বলা হয় এবং সংস্কৃত ভাষা দিয়ে সবকিছু শেখা হয়। এই দেশের গভর্নেন্স শ্রী রামের অনুপ্রেরণায় তৈরি। ওই দেশের টাকাকে রাম(Raam) বলা হয়।

Advertisement

আরও পড়ুন-পড়াশোনা করতে গিয়ে প্রাণ হারালেন দুই ভারতীয়

আর মানা হয় যে এই রাম পৃথিবীর সবথেকে দামি মুদ্রা কারণ এই রাম ( Raam) কে তৈরি করতে সোনা লাগে। এই দেশটিকে ২০০০ সালের ৭ই অক্টোবর মহর্ষি মহেশ যোগী ( mahrshi Mahesh Yogi) শুরু করেছিলেন। মহর্ষি মহেশ যোগী তিনি আরও বিভিন্ন জায়গায় পিস প্যালেস বাস শান্তির রাজপ্রাসাদ (peace palace) প্রতিস্থাপন করেছেন। এবং সেইসব প্রাসাদে ইয়োগা, জরিবুটি শিক্ষা ও আরো বিভিন্ন শিক্ষা প্রদান করা হয়। ঠিক এতটাই সুন্দর রাম রাজ্য।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.